1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৭ অপরাহ্ন

কঠিন চ্যালেঞ্জ সামলানোর মিশনে বাংলাদেশ

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় টেস্ট খেলতে আজ সন্ধ্যায় পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের ফ্লাইটে মুমিনুল হকরা পাকিস্তানের উদ্দেশ্যে রওণা হবেন। দুই দলের ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। ঢাকা থেকে রাওয়ালপিন্ডিতে পৌঁছতে বাংলাদেশ দলের যাত্রা পথ প্রায় ১৩ ঘন্টার।

বাংলাদেশ থেকে পাকিস্তানে সরাসরি যাওয়ার ফ্লাইট নেই। টি-টোয়েন্টি সিরিজ খেলতে চার্টার্ড বিমানে গেলেও এবার জাতীয় দলকে বহন করছে কাতার এয়ারওয়েজ। কাতারের রাজধানী দোহায় যাত্রাবিরতির পর বাংলাদেশ দল পাকিস্তানের ইসলামাবাদ পৌঁছাবে বুধবার সকাল ৮টায়। সেখান থেকে ৪৫ মিনিটের গাড়ি যাত্রা শেষে বাংলাদেশ ঠিকানা রাওয়ালপিন্ডি।

বুধবার বিকেলে ম্যাচ ভেন্যুতে অনুশীলন করবে জাতীয় দল। বৃহস্পতিবার ফের অনুশীলন। এরপর শুক্রবার নামবে টেস্ট আতিথেয়তা নিতে।

রাওয়ালপিন্ডির উইকেট, কন্ডিশন সম্পর্কে কোনো ধারণা নেই বাংলাদেশ দলের। টেস্ট দলে যারা যাচ্ছেন তাদের মধ্যে পাকিস্তানে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে মাত্র দুজনের। মূল মঞ্চে মাঠে নামার আগে মাত্র দুদিনের প্রস্তুতিকে আদর্শ বলছেন না বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো। ফলে বাংলাদেশ দলের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ।

পাশাপাশি বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট রেকর্ডও তলানিতে। বিদেশের মাটিতে বাংলাদেশ জিতেছে মাত্র চার টেস্ট। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ২-০ ব্যবধানে সিরিজ জয়। এরপর ২০১৩ সালে জিম্বাবুয়েকে হারানো এবং ২০১৭ সালে শ্রীলঙ্কার মাটিতে শততম টেস্ট জয়। এমন হতশ্রী রেকর্ড আর চায় না বাংলাদেশ।

দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট হবে এ মাসে। দ্বিতীয় টেস্ট হবে এপ্রিল করাচিতে। দুই ধাপে হতে যাওয়া এ সিরিজ জিতে বিদেশের মাটিতে দীর্ঘদিনের আক্ষেপ ভুলতে চান বাংলাদেশের প্রধান রাসেল ডমিঙ্গো। এজন্য বাংলাদেশকে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে তা বলার অপেক্ষা রাখে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com