স্পোর্টস ডেস্ক : ইনজুরিতে দেশে ফিরতে হচ্ছে ভারতের ওপেনার রোহিত শর্মাকে। একই কারণে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না কেন উইলিয়ামসন।
নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজ থেকে ছিটকে পড়েছেন রোহিত। মারকুটে ওপেনার পাঁচ ম্যাচ টি-টোয়েন্টির প্রথম দুটি খেলেছেন ভালোভাবে। তৃতীয় ম্যাচে পায়ের মাংশপেশিতে টান পড়ে রোহিতের। এরপর শেষ দুই ম্যাচেও খেলা হয়নি তার। এখন ওয়ানডে ও টেস্ট সিরিজও মিস করতে যাচ্ছেন ৩২ বছর বয়সি এ খেলোয়াড়।
মাউন্ট ম্যাঙ্গানুইতে টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ৪১ বলে ৬০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রোহিত। এ ইনিংস খেলার পথে ১৭তম ওভারে পায়ের মাংশপেশিতে টান পড়ে তাঁর। ওই ওভারেই মাঠ ছাড়তে হয় ফর্মের তুঙ্গে থাকা ডানহাতি এই ব্যাটসম্যানকে। তার জায়গায় ওয়ানডে দলে ডাক পেয়েছেন আরেক ওপেনার মায়াঙ্ক আগারওয়াল।
রোহিতের ছিটকে পড়ার ব্যাপারে বিসিসিআই এক বিবৃতিতে বলেছে, ‘সোমবার হ্যামিল্টনে রোহিতের এমআরআই স্ক্যান করা হয়েছে। আসন্ন ওয়ানডে এবং টেস্ট সিরিজে তাকে দলের বাইরে রাখা হয়েছে। ইনজুরির ব্যাপারে জাতীয় ক্রিকেট একাডেমী থেকে পরামর্শ নেবেন রোহিত।’
টেস্ট দলে রোহিতের অনুপস্থিতিতে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তরুণ ওপেনার শুভমান গিল। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) ঘোষিত টেস্ট দলে প্রথমবার ডাক পেয়েছেন পেসার নাভদীপ সাইনি।
দুঃসংবাদ আছে কিউই শিবিরেও। ইনজুরির কারণে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ খেলতে পারবেন না কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। উইলিয়ামসনের ইনজুরি বেশ পুরনো। কাঁধের ইনজুরির কারণে খেলা হচ্ছে না তার। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে পুনরায় চোট পান উইলিয়ামসন, তার বদলে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াডে ডাকা হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান মার্ক চাপমানকে। ২৯ বছর বয়সি উইলিয়ামসনের অনুপস্থিতিতে নেতৃত্বভার সামলাবেন টম লাথাম।
৫ ফেব্রুয়ারি হ্যামিল্টনে অনুষ্ঠিত হবে দুই দলের মধ্যকার প্রথম ওয়ানডে। ৮ ফেব্রুয়ারি অকল্যান্ড এবং ১১ ফেব্রুয়ারি মাউন্ট ম্যাঙ্গানুইতে সিরিজের বাকি দুটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। এরপর ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে এবং ২৯ ফেব্রুয়ারি ক্রাইস্টচার্চে সিরিজের দুটি টেস্ট অনুষ্ঠিত হবে।
ভারত ওয়ানডে স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার, মানিশ পান্ডে, রিশভ পান্ত, শিভম দুবে, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি, নাভদীপ সাইনি, শার্দুল ঠাকুর, কেদার যাদব।
ভারত টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, পৃথ্বি শ, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, হানুমা বিহারি, ঋদ্ধিমান সাহা, রিশভ পান্ত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব, মোহাম্মদ সামি, নাভদীপ সাইনি ও ইশান্ত শর্মা (ফিটনেস ইস্যু বিবেচনা যোগ্য)।