1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১৪ অপরাহ্ন

কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারণা মামলায় প্রধান শিক্ষক কারাগারে

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিমকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত।
কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ার’র আদালত গতকাল রবিবার (২৭ জুন) প্রধান শিক্ষক আবদুর রহিম এর জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরণ করেন এবং মামলার অপর দু’আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
আদালত সূত্রে জানা যায়, দীর্ঘ দিনেও বাদীর পাওনা টাকা ও তার অনুকূলে উক্ত পরিমাণ সম্পত্তির দলিল রেজিস্ট্রী করে না দেয়ায় বাদী মহিপুর থানা পুলিশ ও স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি কলাপাড়া ইউএনওকে বিষয়টি জ্ঞাত করার পরও কোন ফয়সালা না পাওয়ায় গেল বছরের ১৩ ফেব্রুয়ারী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন।
এরপর বিজ্ঞ আদালত মামলার অভিযোগের বিষয়ে কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি)কে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় ১৪ ডিসেম্বর বিজ্ঞ আদালত আ: রহিমসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন।
উল্লেখ্য, এর আগে আবদুর রহিম অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় ১৭ ডিসেম্বর ২০২০ বাদীর সাথে আপোষ শর্তে আদালতের অনুকম্পায় জামিন লাভ করেন। দীর্ঘদিনেও বাদীর সাথে আপোষ না করায় রবিবার মামলার ধার্য তারিখে মামলাটি কার্য তালিকায় এলে বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে প্রেরনের আদেশ দেন।
প্রধান শিক্ষক আবদুর রহিম, তার ভাই ফারুক ও ভাতিজা হালিমসহ পরিবারের ৫ জন কুয়াকাটার ব্যবসায়ী মিলন হাওলাদার ও তার ব্যবসায়ী বন্ধু আবদুস সোবাহান’র নিকট থেকে ২০ আগষ্ট ২০১৬ লতাচাপলি মৌজার ৪০ শতাংশ জমি বিক্রির জন্য ৩০০ টাকার নন জুডিসিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর করে ১৩ লাখ টাকা গ্রহণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com