1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘উৎপাদনমুখী সব কারখানা খোলা, বন্ধ থাকবে যাত্রী পরিবহন’

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৯ জুন, ২০২১

বাংলার কাগজ ডেস্ক : কঠোর লকডাউনের মধ্যে দেশের উৎপাদনমুখী সব শিল্প কারখানা খোলা থাকবে। তবে একই সময়ে পণ্যবাহী যানবাহন ও রিকশা ব্যতীত সব গণপরিবহনসহ ব্যক্তিগত যানবাহন বন্ধ থাকবে।

সোমবার (২৮ জুন) রাতে বিকেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম এহসান সচিবালয়ে অনুষ্ঠিত তৈরি পোশাক খাতের জন্য গঠিত ‘কেন্দ্রীয় তহবিল’ পরিচালনা বোর্ডের সভা শেষে রাইজিংবিডিকে এই তথ্য নিশ্চিত করেন। সভায় বিজিএমইএ, বিকেএমইএ এবং অনান্য স্টেক হোল্ডারা উপস্থিত ছিলেন।

ফজলে শামীম বলেন, ‘সভায় কারখানা বন্ধ রাখার বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বা মন্ত্রী বা সচিব পর্যায় থেকে কোনো আলোচনা উত্থাপন করা হয়নি। তবে, সভায় একটি বিষয় আলোচনা হয়েছে, গণপরিবহনের পাশাপাশি কোনো ব্যক্তিগত গাড়ি চলতে দেওয়া হবে না।’

এছাড়া ইতোমধ্যে সরকারের শীর্ষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলেও জানা গেছে। সেই বৈঠকেও উৎপাদনমুখী কারখানা বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে ব্যবসায়ী নেতারা জানিয়েছেন।

জানা গেছে, করোনাভাইরাস জনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে আগের সব বিধি-নিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় নতুন শর্ত আরোপ করে আগামী ১ জুলাই থেকে সরাদেশে এক সপ্তাহের কঠোর লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কারখানা খোলা রাখার বিষয়ে বিকেএমইএ’র নেতা শামীম এহসান বলেন, ‘সব পরিবহন ব্যবস্থা বন্ধ থাকবে বিবেচনায় আমরা ইতোমধ্যে যেসব কর্মকর্তার বাসা কারখানা থেকে দূরে তাদের কারখানায় সাময়িকভাবে থাকার ব্যবস্থা নিয়েছি। আর যারা রিকশায় আসতে পারবেন তারা সেভাবে আসবে। শ্রমিকদের ক্ষেত্রে নিজেদের তত্ত্বাবধানে বিশেষ পরিবহনের ব্যবস্থা থাকবে। তবে শ্রমিকরা আশপাশের এলাকায় থাকায় অনেক ক্ষেত্রে তা প্রয়োজন পড়বে বলে মনে হয় না।’

তিনি জানান, মন্ত্রীপরিষদ বিভাগ থেকে জারি করা বিধি-নিষেধে একটি অংশে বলা আছে- সরকারি-বেসরকারি অফিস বা প্রতিষ্ঠানে শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক কর্মকর্তা বা কর্মচারীর উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিস ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করতে হবে। এর ভিত্তিতে গার্মেন্টস শিল্প মালিকরা কারখানা খোলা রাখার ক্ষেত্রে কোনো জটিলতা থাকবে না। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসবে না।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com