1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৬:১২ অপরাহ্ন

নোয়াখালীতে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ জুন, ২০২১

নোয়াখালী: নোয়াখালীর জেলা শহরের মাইজদী ও সুবর্ণচর উপজেলার চরওয়াপদা এবং চরক্লার্ক ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৯ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত পৃথক স্থানে এদের মৃত্যু হয়।

মৃতরা হলো- সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চরকাজি মোখলেছ গ্রামের হোরন মিয়ার ছেলে আফসার হোসেন (৪), চরক্লার্ক ইউনিয়নের  কেরামতপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আরমান হোসেন (৪) ও জেলা শহরের হরিনারায়ণপুর এলাকার নাজির উদ্দিনের ছেলে নাহিদ হোসেন (৩)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে বাড়ির অন্য বাচ্চাদের সাথে বাড়ির আঙ্গিনায় খেলাধুলা করছিল আফসার। পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে বিভিন্নস্থানে খোজাখুঁজি করে। পরে বাড়ির পুকুরে জাল ফেললে আফসারের দেহ জালে উঠে আসে।

এদিকে একই সময়ে কেরামতপুর গ্রামের আরমানকে বাড়ীর কোথাও দেখতে না পেয়ে খোজাখুঁজি করে পরিবারের লোকজন। পরে পুকুরের পানিতে আরমানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়।

সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দেব জ্যোতি জানান, শিশু দু’টিকে মৃত অবস্থায় তাদের পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে আসে। পানিতে থাকা অবস্থায়ই তাদের মৃত্যু হয়েছে।

অপরদিকে, মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুরের মহোদুরী গ্রামের বাসিন্দা নাহিদকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোজাখুঁজি করে। একপর্যায়ে বাসার পাশের একটি ট্যাংকের সামনে নাহিদের জুতা পড়ে থাকতে দেখে তারা। পরে ট্যাংকের ভিতরে নাহিদকে পড়ে থাকতে দেখে দ্রুত ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে নাহিদকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাইজদী ফায়ার সার্ভিসের টিম লিডার মোস্তাফিজুর রহমান জানান, দীর্ঘ সময় ধরে ট্যাংকে পড়ে থাকায় পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com