নালিতাবাড়ী (শেরপুর) : সদ্যপ্রয়াত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্রুনালের রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর বীর মুক্তিযোদ্ধা জেয়াদ আল মালুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সোহাগপুর বিধবাপল্লীতে। বুধবার (৩০ জুন) দুপুরে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর বিধবা ও স্থানীয় কাকরকান্দি ইউনিয়ন পরিষদ এ দোয়ার আয়োজন করে।
এ উপলক্ষে বিধবাপল্লী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টার, সাংবাদিক এমএ হাকাম হীরা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষী জালাল উদ্দিন ও বিধবা হাবিজা বেওয়া। পরে প্রসিকিউটর জেয়াদ আল মালুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৭১ সালের ২৫ জুলাই সোহাগপুর গ্রামে পাকহানাদার বাহিনী অতর্কিতে আক্রমণ করে ১৮৭ জন নিরীহ পুরুষ ও শিশুকে নির্মমভাবে হত্যা করে। ধর্ষণ করে ১৪ জন নারীকে। ওই ঘটনায় জামায়াতের কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল কামারুজ্জামানকে ফাঁসির দন্ড প্রদান এবং তা কার্যকর করা হয়। কামারুজ্জামানের ওই মামলায় রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জেয়াদ আল মালুম।