স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় পাঠক নন্দিত জনপ্রিয় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। বুধবার (৩০জুন) দুপুর ২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে কেক কাটার মধ্য দিয়ে ওই প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়।
এসময় উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা প্রকৌশলী আরেফিন পারভেজ, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান, উপজেলা নবাগত কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল ওয়াদুদ, প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা (পিআইও) জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. গোলাম মোস্তফা, ইউপি চেয়ারম্যান বদরুজ্জামান বদি, যায়যায়দিন পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি শফিউল আলম লাভলু প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়াও নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, মেয়র হাফিজুর রহমান লিটন, যুবলীগের আহবায়ক মো. রফিকুল ইসলাম সোহেল, নকলা থানার এসআই রাজিব ভৌমিক, সাংবাদিক মুহাম্মদ হযরত আলী, হারুনুর রশিদ, জাহাঙ্গীর হোসেন আহম্মেদ, শাহাজাদা স্বপন, ইউসুফ আলী মন্ডল, খন্দকার জসিম উদ্দিন মিন্টু, শফিউজ্জামান রানাসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা দৈনিক যায়যায়দিন পত্রিকার সফলতা কামনা করেন।