স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে ২০২০-২১ অর্থবছরে খরিপ-২/২০২১-২২ রোপা আমন মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৮৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে এ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে হলরুমে আলোচনা সভা ও বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মো. মাসুদর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসানুল্লাহ, হুমায়ুন কবির, কৈচাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা হুমায়ুন কবীর প্রমুখ।