1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

খুলনার তিন হাসপাতালে করোনায় আরো ১১ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১

খুলনা: করোনায় আক্রান্ত হয়ে খুলনার ৩টি হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছেন খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন, খুলনা জেনারেল হাসপাতালে ২ জন এবং গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালে ১ জন। শুক্রবার (২ জুলাই) সকালে সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ২০৪ জন। এর মধ্যে রয়েছেন রেড জোনে ১১০ জন, ইয়েলো জোনে ৪১ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরো ২৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলেন- খুলনা মহানগরীর হাজী মহসিন রোডের নীতি রানী দে (৫০) ও ডুমুরিয়ার মাধুরী মন্ডল (৬০)। হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ৬ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৬৬ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির স্বত্তাধিকারী ডা. গাজী মিজানুর রহমান। তিনি জানান, সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরো ১০৯ জন, এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৫ জন, আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ জন। মৃত ব্যক্তি হলেন- যশোরের মনিরামপুরের নিরঞ্জন পাল।

এদিকে, খুলনা বিশ্ববিদ্যালয় পিসিআর ল্যাবে বৃহস্পতিবার (১ জুলাই) রাতে ৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। যা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৭২.৫৩ শতাংশ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com