1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০১:১২ অপরাহ্ন

ময়মনসিংহ হাসপাতালে করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১

ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

করোনায় মৃতরা হলেন— জেলার সদর উপজেলার তাসলিমা (২৮) ও ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫), গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন— ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮), ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) ও শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ২৩৮ জন। এরমধ্যে আইসিইউ সাপোর্টে রয়েছেন ১৩ জন।

এদিকে, ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিক‌্যাল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেস্টে ৬২১টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com