স্পোর্টস ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৪৭ রান করেও জয় পায়নি ভারত। হেরেছে ৪ উইকেটে। এমন হারের পর আবার জরিমানাও গুনতে হয়েছে তাদের। স্লো ওভার রেটের কারণে কোহলিদের ম্যাচ ফি এর ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে।
ইনিংস শেষ করতে যে সময় বেধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে ভারত ৫০ ওভার শেষ করতে পারেনি। কোহলিবাহিনী নির্ধারিত সময়ে ৪ ওভার কম করতে পারে। আইসিসি’র আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি ওভারের জন্য ২০ শতাংশ করে ৪ ওভারের জন্য মোট ৮০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়।
আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি ক্রিস বোর্ড এই জরিমানা আরোপ করেন। অন ফিল্ড আম্পায়ার শন হেইগ ও ল্যাংটন রুসেরি এবং তৃতীয়-চতুর্থ আম্পায়ার ব্রুস অক্সেনফোর্ড ও ক্রিস ব্রাউন জরিমানায় সম্মতি দেন। কোহলি জরিমানা মেনে নেওয়ায় কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
শনিবার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড।