1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ১২:৪৯ অপরাহ্ন

রফিকুলের জুম মিটিং: ৪ প্রধান কারারক্ষী বরখাস্ত, প্রত্যাহার ১৭

  • আপডেট টাইম :: শুক্রবার, ২ জুলাই, ২০২১

ঢাকা: কারাবন্দি হয়ে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে থাকা ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রফিকুল আমিনের মোবাইল ফোন ব্যবহার ও জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটনায় ৪ প্রধান কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া ১৭ জনকে প্রত্যাহার করা হয়েছে। প্রিজন সেলের দায়িত্ব দেওয়া হয়েছে একজন ডেপুটি জেলারকে। শুক্রবার (২ জুলাই) রাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার সুভাষ কুমার ঘোষ এ তথ্য নিশ্চিত করেছেন।

সুভাষ কুমার ঘোষ বলেন, ‘প্রায় সবাইকেই বরখাস্ত প্রত্যাহার করা হয়েছে।  অদূর ভবিষ্যতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সেজন্য সেখানে কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। একজন ডেপুটি জেলার সেলের সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন। যা এতদিন প্রধান কারারক্ষী দেখভাল করে আসছিলেন।’

কারা সূত্রে জানা গেছে, রফিকুল আমিনের মোবাইল ফোন ব্যবহার ও জুম মিটিংয়ে অংশ নেওয়ার ঘটানয় বৃহস্পতিবার (১ জুলাই) ৮ জনকে ও শুক্রবার (২ জুলাই) ৯ জনকে প্রত্যাহার করা হয়। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়। এ ঘটনায় উচ্চপর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। কমিটির প্রতিবেদনের পর পরবর্তী নেওয়া হবে।

জানা গেছে, প্রায় ২ মাস আগে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার কথা বললে রফিকুল আমিনকে কেরানীগঞ্জ ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (১ জুলাই) বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেলে বসেই রফিকুল আমিন জুমে ব্যবসায়িক বৈঠক করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এর ভিডিও ছড়িয়ে পড়ে।

এরপর রফিকুল আমিন এই জুম বৈঠক কীভাবে করলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে কারা অধিদপ্তর। ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক (ডিআইজি-প্রিজনস) তৌহিদুল ইসলামকে প্রধান করে গঠিত এই কমিটিকে ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com