এন এ জাকির, বান্দরবান : বান্দরবানের রোয়াংছড়িতে মসজিদের ইমাম ওমর ফারুক হত্যকান্ডের প্রতিবাদ ও হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের আওতায় আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
শুক্রবার সকালে বান্দরবান শহরের বনানী স’মিল এলাকায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ জেলা সভাপতি কাজী মো. মজিবর রহমানের বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সহ-সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তারু মিয়া, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন ও বান্দরবান পৌর শাখা সভাপতি শামসুল হক শামু।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলার সভাপতি কাজী মজিব এসময় তিনি বলেন, ‘মসজিদের ইমাম ওমর ফারুককে গুলি করে হত্যার মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠি ম্যাসেজ দিল যে, ইসলাম ধর্ম গ্রহণ করলে, ইসলামের দাওয়াতি কাজ করলে এবং মসজিদ নির্মাণ করলে এভাবে লাশ পড়বে।
এ হত্যাকান্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস-সন্তু) মূল অংশকে দায়ী করে কাজী মজিব আরও বলেন, পাহাড়ে তারা সন্ত্রাস, চাঁদাবাজী, গুম, অপহরণ ও হত্যাকান্ড চালিয়ে আসছে। গত দুই বছরে কেবল মাত্র বান্দরবান জেলাতেই জেএসএস সন্ত্রাসীরা ক্ষমতাসীন আওয়ামী লীগের অন্তত ৭জন নেতা-কর্মীকে গুম ও হত্যা করে। এরই অংশ হিসেবে তারা নও মুসলিম ওমর ফারুককেও হত্যা করে।
লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, ‘মানবাধিকার সংস্থাগুলো এবং রাজধানী কেন্দ্রিক কথিত প্রগতিবাদী সুশীল সমাজ পার্বত্য চট্টগ্রামে পান থেকে চুন খসলে হইচই ফেলে দেন। টকশো করেন, নিবন্ধ লেখেন। মানববন্ধনে জড়ো হন। কিন্তু ওমর ফারুকের মর্মান্তিক হত্যাকান্ডে তাদের ইচ্ছাকৃত নিরবতা বেশ লক্ষ্যণীয়।’
এদিকে ১৫ দিন পার হলো কিন্তু সন্ত্রাসীদের কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। তিনি জরুরী ভিত্তিতে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারসহ তাদের বিচারের আওতায় আনার দাবীও জানান।
উল্লেখ্য, গত ১৮ জুন শুক্রবার রাতে রোয়াংছড়ি উপজেলার তুলাছড়ি পাড়া মসজিদের ইমাম এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। এতে ঘটনাস্থলেই ওমর ফারুকের মৃত্যু হয়। নও মুসলিম ওমর ফারুকসহ ৫ পরিবার ওই পাড়ার ত্রিপুরা খ্রিস্টানধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে। এরপর থেকে ওই পরিবারগুলোকে বিভিন্ন সময়ে ভয়-ভীতি ও হত্যার হুমকি দিয়ে আসছিল।