বিনোদন প্রতিনিধি : সম্প্রতি ৩০০ফিট এর বিভিন্ন লোকেশন শুটিং শেষ হয়েছে তরুণ নির্মাতা টি.ডি. দিপকের পরিচালনায় ‘পিরিতি শিখাইয়া’ নামের মিউজিক ভিডিও গানের।
তরুণ শিল্পী পাপ্পু রাজ এর কণ্ঠে (পিরিতি শিখাইয়া ) গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন বর্তমান সময়ের আলোচিত মডেল মিষ্টি তানিয়া ও রাজ শুভ।
মডেল মিষ্টি তানিয়া বলেন, পরিচালনাক দিপক ও মডেল রাজ শুভ তাদের দুইজনের সাথে এটা আমার প্রথম কাজ। চেষ্টা করেছি ভালো মত কাজ করার বাকিটা দর্শকরা বলবেন।
গানটির সম্পর্কে নির্মাতা টি.ডি দিপক বলেন চেষ্টা করে যাচ্ছি দর্শকদের ভালো কিছু উপহার দিতে, আশা করছি এই গানটি সবার ভাল লাগবে এবং খুব শীঘ্রই টি.ডি মিডিয়ার ব্যানারে ইউটিউবে গানটির মিউজিক ভিডিও প্রকাশ হতে যাচ্ছে।
– মারুফ সরকার