পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে রাস্তার পাশে পড়ে থাকা আব্দুল মোতালেব আকন (৬০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২১ জুলাই) সকালে উপজেলার পাতিলাপাড়া-আড়াইনাও সড়কের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত আব্দুল মোতালেব আড়াইনাও গ্রামের বাসিন্দা।
বড় ছেলে মো. আব্বাস আকন (৪০) সাংবাদিকদের জানান, রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন তাঁর বাবা আবদুল মোতালেব। গভীর রাতে প্রকৃতির ডাকে ঘরের বাইরে যান। এরপর আর বাড়িতে ফেরেননি তার বাবা। বুধবার ভোরে স্থানীয় এক ব্যক্তি তার বাবার মরদেহ দেখে খবর দেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ‘মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তে রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে।’