স্টাফ রিপার্টার: ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক স্থানে গেলো ২ দিনে ৩ নারী আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জেরে আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ২২ জুলাই বৃহস্পতিবার রাতে উপজেলার খন্দকপাড়া গ্রামের সাদ্দাম হোসেনের স্ত্রী লাকি আক্তার (৩০) নামে এক গৃহবধূ দাম্পত্য কলহের জেরে ঘরের আড়ার (ধর্নার) সাথে ফাঁস নেয়। সকালে পরিবারের লোকজন টের পেয়ে পুলিশকে খবর দিলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
একই দিন উপজেলার মকিমপুর নগুয়া গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী মির্জা মনি (৫০) নামে এক নারী বিষপান করে আত্মহত্যা করে। দুপুরে নিজ বাসায় বিষপান করলে গুরুতর অবস্থায় হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ২টার দিকে সে মারা যায়। জানা যায়, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ ছিল।
অন্যদিকে আজ শনিবার (২৪ জুলাই) উপজেলার ধুরাইল ইউনিয়নের চরগোরকপুর গ্রামের আলমগীর এর স্ত্রী তানিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূ বিষ পানে আত্মহত্যা করে।
এলাকাবাসী জানায়, গতকাল শুক্রবার সন্ধ্যায় তাদের পাশে বিয়ের অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান শেষে বাড়ি আসার পর স্বামী-স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। শনিবার গভীর রাতে হঠাৎ তানিয়া বমি করতে থাকলে বিষ পানের বিষয়টি টের পায় তার স্বামী। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শেরপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গত দুই দিনে হালুয়াঘাটে ৩ নারীর মৃত্যু ঘটনা ঘটেছে। হালুয়াঘাট থানায় নিয়মিত মামলা হয়েছে। তবে খন্দকপাড়া গ্রামের লাকি আক্তার এর মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচণায় একটি মামলা হয়েছে এবং ধুরাইল ইউনিয়নের তানিয়া আক্তার এর বিষপানে আত্মহত্যার ঘটনায় মামলা পক্রিয়াধীন রয়েছে।