নালিতাবাড়ী (শেরপুর) : প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে ইজারার বাইরে থেকে অবৈধভাবে উত্তোলিত বালু পরিবহণের দায়ে শফিকুল ইসলাম (২৭) নামে এক মাহিন্দ্রা চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ জুলাই) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ভোগাই নদীর গোবিন্দনগর এলাকায় এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, ইজারার বাইরে ভোগাই নদীর গোবিন্দনগর ছয়আনী পাড়া এলাকায় ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল কতিপয় বালু ব্যবসায়ী। বারবার ওই এলাকায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার ধ্বংস, বালু জব্দ ও জরিমানা করে সতর্ক করে এলেও ক’দিন পরই পুনরায় অবৈধভাবে বালু উত্তোলন শুরু হয়। একইভাবে ঈদের পর থেকে পুনরায় ওই এলাকায় বালু উত্তোলন চলছিল। খবর পেয়ে শনিবার বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষে সহকারী কমিশানার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস ও থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনে জড়িতরা দ্রুত সটকে পড়ে। এমতাবস্থায় বালু পরিবহণ করতে যাওয়া আইচার ব্র্যান্ডের একটি মাহিন্দ্রা ট্রাক্টর (কাঁকরা গাড়ি) ও এর চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে চালক শফিকুল ইসলামকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং জব্দকৃত আইচার ব্র্যান্ডের মাহিন্দ্রা ট্রাক্টরটি রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হয়। সহকারী কমিশানার (ভূমি) সঞ্চিতা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।