স্টাফ রিপোর্টার: করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরের নকলায় ৭হাজার ৭শ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে ১৩ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৭হাজার ৭শ টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) কাউছার আহম্মেদ। এসময় সেনাবাহিনী ও পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।