স্টাফ রিপোর্টার: ঈদের পর দ্বিতীয় দফায় কঠোর লকডাউনের তৃতীয় দিনে বেশ কড়াকড়ি ভাবেই পালিত হচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন প্রবেশ দ্বারে জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কঠোর নিয়ন্ত্রনে শহরের বিভিন্ন রাস্তা ঘাট প্রায় ফাঁকা ছিলো।
বিভিন্ন দোকান পাঠও বন্ধ ছিলো। দূরপাল্লার যানবাহন সহ বিভিন্ন সড়কে সকল প্রকার যানবাহন বন্ধ রযেছে। শুধুমাত্র খাদ্য ও পন্যবাহি কিছু ট্রাক চলাচল করতে দেখা গেছে। শহরের অতি জরুরী ছাড়া কেউ বাইরে বের হয়নি। এদিকে জেলা পুুলিশ শহরের বিভিন্ন রাস্তায় টহল অব্যাহত রেখেছে।