স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলায় এক বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের অভিযোগে শনিবার দিবাগত রাতে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত যুবক উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের পোলাদেশী মোজার এলাকার মো. জালাল উদ্দিনের পুত্র মো. হাছেন (৩০)।
মামলার এজাহার সূত্রে জানাযায় শনিবার রাত অনুমান ৯ঘটিকার দিকে ফুলসিয়ে ও লোভ দেখিয়ে ঘর থেকে বের করে পোলাদেশী মোজার এলাকার জনৈক মৃত লাল মিয়ার রান্না ঘরের ভিতরে নিয়ে ইচ্ছের বিরোদ্ধে একাধিকবার ধর্ষন করে। এ ঘটনা কাউকে বললে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে ধর্ষক হাছেন চলে যায়। পরে ওই বুদ্ধি প্রতিবন্ধী রাতে এদিক সেদিক ঘুরাফেরা করতে দেখে স্থানীয় লোকজন তার বাড়িতে নিয়ে যায়। পরে পরিবারের লোকজন রাতে কোথায় গিয়েছিল বলে জিজ্ঞাসা করিলে ঘটনার বিবরণ জানায়। ঘটনার পর বিষয়টি নকলা থানায় অবহিত করলে শনিবার দিবাগত রাতে ধর্ষক হাসেনকে গ্রেফতার করে থানা পুলিশ।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান যায়যায়দিনকে জানান, প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণের বিষয়ে তার বাবা নকলা থানায় ধর্ষণ মামলা দায়ের করে। রাতেই আমরা ধর্ষক হাছেনকে গ্রেফতার করি। ভিকটিমকে ধর্ষন সংক্রান্ত ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। মামলার পরবর্তী কার্যক্রম অব্যাহত রয়েছে।