নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাল্যবিয়ের অপরাধে বর ও কণে পক্ষকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ জুলাই) রাতে উপজেলার ছত্রকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার ছত্রকোনা গ্রামের বাসিন্দা আব্দুল হাই এর কন্যা ও ছত্রকোনা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার সালখা গ্রামের ছাহের উদ্দিনের ছেলে খলিলুর রহমানের (২৫) বিয়ের আয়োজন চলছিল কনের বাড়িতে। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ছত্রকোনা বিয়ে বাড়িতে হাজির হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বর ও কণের পিতাকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। একইসঙ্গে বাল্যবিয়ে না দিতে পরামর্শ প্রদান করে মুচলেকা নেন।