1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

দুর্দান্ত বোলিংয়ে লক্ষ্য নাগালে রাখল বাংলাদেশ

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : ভারতের রান ছিল তখন ১৫৬। হাতে ছিল ৭ উইকেট। শরীফুল নিজের শেষ স্পেল করতে এসে প্রথম ওভারেই নেন জয়সাওয়ালের উইকেট। ওই উইকেটের পর রূপকথার মতো সময় কাটে বাংলাদেশের। পরের ২১ রান তুলতেই ভারত অলআউট। এজন্য বাংলাদেশের বোলারদের করতে হয় মাত্র ৪৬ বল। বিপজ্জনক জয়সাওয়াল ১২০ বলে করেন ৮৮ রান। বাকিরা সবাই মিলে করেন ৮৯। সব মিলিয়ে ফাইনালের মঞ্চে ভারতের রান ১৭৭।

শুধু নিয়ন্ত্রিত বোলিংয়ে নয়, গ্রাউন্সফিল্ডিংয়ে বাংলাদেশ ছিল একশতে একশ। দুর্দান্ত ক্যাচ, নিখুঁত রান আউটে ফাইনালে এখন পর্যন্ত এগিয়ে বাংলাদেশ। ইনিংসের শুরু থেকেই বাংলাদেশ ছিল দুর্দান্ত। টস জিতে ফিল্ডিং নিয়ে পরিস্কার বার্তা দিয়েছিল বাংলাদেশ। লক্ষ্য নাগালেই রাখতে হবে। প্রথম ১০ ওভারেই নিজেদের পরিকল্পনায় ছিল বাংলাদেশ। ভারত ১০ পাওয়ার প্লে’তে রান তোলে মাত্র ২৩, হারায় সাক্সেনার (২) উইকেট। অভিষেক দাসের বলে মাহমুদ হাসানের বলে ক্যাচ দেন সাক্সেনা।

দ্বিতীয় উইকেটে প্রতিরোধ পায় ভারত। দুই বাঁহাতি তিলাক ভার্মা ও জয়সাওয়াল ৯৪ রানের জুটি গড়েন। মন্থর গতিতে রান তোলার পর আগ্রাসন দেখানো শুরু করেন দুই ওপেনার। কিন্তু বাংলাদেশের বোলারদের তাদের থামানোর উত্তর জানা ছিল।  পেসার সাকিবের বলে এগিয়ে এসে ডিপ পয়েন্ট দিয়ে উড়াতে গিয়ে সীমানায় শরীফুলের অসাধারণ ক্যাচে পরিণত হন ভার্মা (৩৮)।

এরপর জয়সাওয়াল একাই দলকে টেনে নেন। মাঝে ৭ রানে ভারতের অধিনায়ককে সাজঘরের পথ দেখান প্রিয়াম দার্গ (৭)। সেমিফাইনালে সেঞ্চুরির স্বাদ পাওয়া জয়সাওয়াল আরেকটি মাইলফলকের দিকে এগিয়ে যাচ্ছিলেন। কিন্তু তাকে হতাশ করেন শরীফুল। বাঁহাতি পেসারের শর্ট বলে মিড উইকেটে ক্যাচ দেন ৮৮ রানে। পরের ২১ বল তো ছিল বাংলাদেশের জন্য স্বপ্নের মতো।

দুর্দান্ত ফিল্ডিং, নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে ছন্নছড়া করে আকবর আলীর দল। অভিষেক দাস ৪০ রানে ৩ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। ২টি করে উইকেট পেয়েছেন শরীফুল ও সাকিব।  স্পিনার রকিবুল পেয়েছেন ১ উইকেট।

প্রথমবারের মতো যুব বিশ্বকাপের ফাইনালে উঠে লক্ষ্য নাগালে রেখেছে বাংলাদেশে। এবার বাংলাদেশের পালা। ১৭৮ রান করলেই ইতিহাসের পাতায় আটকে যাবে লাল-সবুজের এ তরুণরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com