নালিতাবাড়ী (শেরপুর) : ভোগাই নদীর বালু বিক্রিতে বালু মহাল ইজারাদারের নির্ধারণ করা রয়েলিটি বৃদ্ধির প্রতিবাদে সভা করেছেন বালু উত্তোলনে সম্পৃক্ত ড্রেজার মালিক সমিতি। একইসঙ্গে রয়েলিটির পরিমাণ কমানো পর্যন্ত দশ দিন বালু বিক্রি বন্ধ রাখার ঘোষণাও দিয়েছেন তারা। মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে সভা আহবান করে তারা এ সিদ্ধান্তের কথা জানান।
জানা গেছে, চলতি বাংলা সনে ৭৫ লাখ টাকায় ভোগাই নদীর বালু মহাল ইজারা প্রাপ্ত হন মেসার্স মা এন্টারপ্রাইজ। ভ্যাট ও অন্যান্য ব্যয়সহ যার পরিমাণ দায় ৯০ লাখে। প্রথমদিকে প্রতি ছয় চাকার ট্রাক পরিমাণ বালুর রয়েলিটি এক হাজার এবং দশ চাকার ট্রাক পরিমাণ দুই হাজার টাকা নির্ধারিত ছিল। সম্প্রতি তা বৃদ্ধি করে ছয় চাকার প্রতি ট্রাক বালুতে দেড় হাজার এবং দশ চাকার প্রতি ট্রাক বালুতে তিন হাজার টাকা রয়েলিটি নির্ধারণ করা হয়। এর ফলে ভোগাই নদীর বিভিন্ন এলাকায় বালু উত্তোলনে সম্পৃক্ত ড্রেজার মালিকগণ তা কমিয়ে আনার দাবী জানান। এরই প্রেক্ষিতে মঙ্গলবার সন্ধ্যায় তারা নয়াবিল ইউনিয়ন পরিষদ চত্বরে এক সভা আহবান করেন। সভায় ১৭৫ জন বালু ব্যবসায়ী অংশগ্রহণ করেন। এসময় তারা নিজেদের স্বার্থ রক্ষায় ‘ড্রেজার মালিক সমিতি’ নামে একটি সংগঠন করার ঘোষণা দেন এবং ইজারাদার কর্তৃক নতুন নির্ধারিত রয়েলিটির প্রতিবাদ জানান। ড্রেজার মালিক সাইফুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- ড্রেজার মালিক কবীর হোসেন, সবরুল আলম পাঞ্জু, শাহাদত হোসেন সামাদ, শরিফুল ইসলাম, খলিলুর রহমান, শাহীন, হীরা প্রমুখ।
আলোচনা শেষে তারা রয়েলিটি বৃদ্ধির প্রতিবাদে মঙ্গলবার থেকে পরবর্তী দশ দিন পর্যন্ত বালু বিক্রি বন্ধ রাখার ঘোষণা দেন। একইসঙ্গে তারা দাবী করেন, আমরা বালু উত্তোলন করতে গেলে প্রশাসন অবৈধ বলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অন্যদিকে ইজারাদার রয়েলিটি আদায় করেন। যদি বালু মহাল অবৈধ হয়ে থাকে তবে রয়েলিটি কেন? রয়েলিটি প্রদান করলে আমাদের বালু উত্তোলনের নিশ্চয়তাও দিতে হবে।
এ বিষয় জানতে চাইলে ভোগাই বালু মহালের ইজারাদার জোবায়ের হোসেন সোহেল জানান, ভোগাই নদীতে এ বছর মজুদকৃত বালুর পরিমাণ অনেক কম। এছাড়াও ইজারার নিতে গিয়ে সবমিলিয়ে প্রায় এক কোটি টাকা ব্যয় করতে হয়েছে। এমতাবস্থায় রয়েলিটি বৃদ্ধি করা না হলে আমাদের লস গুণতে হচ্ছে।
তিনি বলেন, পার্শ্ববর্তী চেল্লাখালী নদীর বুরুঙ্গা ও চেল্লাখালী বালু মহাল দুটিতে প্রতি ট্রাক ছয় চাকা বালুর রয়েলিটি দুই হাজার পাাঁচশ টাকা করে আদায় করা হচ্ছে। সেক্ষেত্রে আমরা নিচ্ছি মাত্র দেড় হাজার টাকা। তাছাড়াও নিয়মানুযায়ী ইজারাদার বালু উত্তোলন করার কথা। কিন্তু স্থানীয় ড্রেজার মালিকদের স্বার্থ বিবেচনায় আমরা তাদের বালু উত্তোলনের সুযোগ দিয়েছি।