স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় পুকুরে ভাসমান অবস্থায় বৃদ্ধার লাশ উদ্ধার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। মঙ্গলবার (২৭ জুলাই) সকালে উদ্ধার হওয়া ওই বৃদ্ধার নাম ময়িরন নেছা (৭৫)। তিনি উপজেলার ধুরাইল ইউনিয়নের গোনাপাড়া গ্রামের মৃত ইনতাস আলীর স্ত্রী।
জানা গেছে, সকালে উপজেলার ধুরাইল ইউনিয়নের পশ্চিম রামনগর (গোনাপাড়া) এলাকায় একটি পুকুরে ভাসমান অবস্থায় এক নারীর লাশ ভাসতে দেখতে পায় স্থানীয়রা। পরে থানা পুলিশকে বিষয়টি জানালে দুপুরে ঘটনাস্থল থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করে।
বৃদ্ধা মরিয়ন নেসা মানুষের বাড়িতে ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতেন। তার এক ছেলে ঢাকায় রিকশা চালায়। চার মেয়ের বিয়ে দিয়ে তিনি বর্তমানে একাই বাড়িতে থাকতেন। গত দুই দিন আগে তিনি বাড়ি থেকে নিখোঁজ হন।
এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, স্থানীয় ইউপি চেয়ারম্যানের আবেদনের প্রেক্ষিতে বৃদ্ধার লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।