যশোর : যশোরের শার্শা উপজেলাধীন বাগআঁচড়া ইউনিয়নের সোনাতনকাটি গ্রামে ১৩ বছরের স্কুলছাত্রীকে তিন লম্পট কতৃক গণধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
গত সোমবার রাত ৯টায় শিশুটি প্রতিবেশীর বাড়ি থেকে ফেরার পথে শার্শা উপজেলার সেনাতনকাটি গ্রামের আক্তারুল ইসলামের ছেলে সাগর (১৮), শফিকুল ইসলাম (কলু)র ছেলে সুমন (১৮) ও পার্শ্ববর্তী কলারোয়া উপজেলার ধানঘুরা গ্রামের রেজাউল সর্দার ছেলে নাহিদ হাসান (২৫)এ গণধর্ষণের ঘটনা ঘটায়। গণধর্ষণের স্বীকার স্কুলছাত্রী বামুনিয়া-সেনাতনকাটি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
জানা যায়, সোমবার রাত ৯টার সময় পার্শ্ববর্তী প্রতিবেশীর বাড়ি থেকে স্কুলছাত্রী ফেরার পথে ঐ তিন লম্পট অন্ধকারে পথ আটকে মুখ চেপে ধরে টেনে হেঁচড়ে পুকুর পাড়ের জঙ্গলের ভিতরে নিয়ে ধর্ষণ শেষে পুকুরের পানিতে ডুবিয়ে মারা চেষ্টা করে। পরে স্কুলছাত্রীর পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে পাশের পুকুরের পানি থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে।
পরবর্তীতে স্কুলছাত্রী বাড়িতে ঘটনার বর্ণনা দেওয়ার পর জানাজানি হলে একটি মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য দৌড়ঝাঁপ শুরু করে। রাতে সনাতনকাটি গ্রামে শালিসী বৈঠকে মেয়ে পক্ষকে অর্থের প্রলোভন দেখানো হয়। এসময় মেয়েটির বাবা এ জঘন্য ঘটনার সুবিচার দাবি করলে গ্রাম্য সালিশ আয়োজনকারীরা চড়াও হয়। শালিস বিলম্ব করার এক পর্যায়ে স্থানীয় সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে প্রশাসনিক হস্তক্ষেপ করা হচ্ছে জেনে ওই মহলটি পালিয়ে যায়। ঘটনাটি পুলিশকে জানানো হলে রাতেই অভিযান চালিয়ে আসামী সাগরকে আটক করে।
এ ঘটনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল আলম খান জানান, সকালে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সাগর স্বীকার করেছে তারা তিনজন মিলে এ অপকর্মে লিপ্ত হয়েছিল। বাকি ২ আসামিকে আটকের চেষ্টা চলছে। মেয়েটিকে ডাক্তারী পরীক্ষার জন্য যশোর সদর হাসপাতলে পাঠানো হয়েছে।