নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পানিতে ডুবে সতেরো মাস বয়সী আরিবা নামে এক কন্যা শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জুলাই) সকালে উপজেলার কালাকুমা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কালাকুমা গ্রামের হাফেজ মামুনুর রশিদের সতোরো মাস বয়সী কন্যা শিশু আরিবা সকাল সাড়ে নয়টার দিকে বাড়ির অন্য দুই শিশুর সাথে খেলাচ্ছলে বাড়ির পাশের পুকুর পাড়ে যায়। এসময় সাথে থাকা দুই শিশু পাশের বাড়িতে গেলেও আরিবা পুকুরে পড়ে ডুবে যায়। কিছুক্ষণ পর তার দাদা আরিবাকে খোঁজে না পেয়ে সন্দেহ হলে পুকুরে খুঁজতে যান। ততক্ষণে শিশু আরিবার সলিল সমাধি পুকুরে ভেসে ওঠে। পরে উদ্ধার করে নালিতাবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আরিবাকে মৃত ঘোষণা করেন।