স্টাফ রিপোর্টার: ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়ার লক্ষ্যে ১০টি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লোমিটার, সিলিন্ডার ট্রলি, অক্সিমিটার, সার্জিক্যাল মাক্স ও হ্যান্ড স্যানিটাইজার উপহার হিসেবে বিতরণ করেছেন উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।
বৃহস্পতিবার দুপুর ১টার সময় স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনির আহমেদ এর কাছে আনুষ্ঠানিকভাবে অক্সিজেন সিলিন্ডার সহ করোনা প্রতিরোধক উপকরণ হস্তান্তর করেন সালমান ওমর রুবেল। এ সময় তার সাথে ছিলেন পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন।
সালমান ওমর রুবেল বলেন, হালুয়াঘাটে মহামারী করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলছে। এ মুহূর্তে করোনায় আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেন। বর্তমান সময়ে এ অক্সিজেন সহজলভ্য নয়। তাই করোনার এই দুঃসময়ে করোনায় আক্রান্ত রোগীদের পাশে দাঁড়িয়েছি। বর্তমানে দেশের করোনা পরিস্থিতিতে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। প্রত্যেকের অবস্থান থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে রোগীদের সুস্থ করার কাজ চালিয়ে যেতে হবে।