1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:২২ পূর্বাহ্ন

নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রেহমা সারওয়াত অবশেষে ওএসডি

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ জুলাই, ২০২১

মনিরুল ইসলাম মনির : সব তদ্বির ব্যর্থতায় পর্যবসিত হলো। অবশেষে ওএসডি করা হয়েছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রেহমা সারওয়াত সালামকে। ‘উপরের হাত’ রয়েছে বলে প্রভাব বিস্তারী এ কর্মকর্তা শেষ পর্যন্ত বাধ্য হয়ে তল্পিতল্পা বেঁধে গোপনে ৩০ জুলাই শুক্রবার ভোরে নালিতাবাড়ী ত্যাগ করলেন। গত ২৮ জুলাই তাকে ওএসডি করে মহাপরিচালকের কার্যালয়ে সংযুক্তির আদেশ দেওয়া হয়।
হাসপাতাল সূত্র জানায়, গত ২০২০ সালের পহেলা জানুয়ারি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন ডাঃ রেহমা সারওয়াত সালাম। এডহক ভিত্তিক নিয়োগপ্রাপ্ত হয়েও ডাঃ রেহমা সারওয়াত সালাম নিজেকে বিসিএস ক্যাডার দাবী করে তার কার্যালয়ের সামনে লাগানো নেমপ্লেটে বিসিএস (স্বাস্থ্য) সংযুক্ত করেন। যোগদানের এক বছরেই ‘উপরে হাত রয়েছে’ বলে বেড়ানো এই কর্মকর্তা বন্ধ থাকা অপারেশন থিয়েটারের এয়ার কন্ডিশনার খোলে নিয়ম বহির্ভূতভাবে একটি তার কোয়ার্টারে এবং অপরটি তার কার্যালয়ে স্থাপন করেন। সরকারী ফ্রিজ কোয়ার্টারে নিয়ে ব্যক্তিগত কাজে ব্যবহার করেন তিনি। সপ্তাহের অন্তত ২-৩ দিন বিনা ছুটিতে রাজধানীস্থ নিজ বাসায় যাতায়াতসহ ব্যক্তিগত কাজে সরকারী গাড়ি ব্যবহার করেন এই কর্মকর্তা। সরকারী ওষুধ ক্রয় থেকে শুরু করে সকল খাতে আর্থিক অনিয়মে জড়িয়ে পড়েন এই কর্মকর্তা।
অন্যদিকে অধীনস্থদের দায়িত্ব নিয়ে চাপে রাখতেন এবং দূর্বব্যহার করে চলেন প্রতিনিয়ত। তাদের নানা প্রকার বিল প্রদানে পরোক্ষভাবে ঘুষ আদায় ছাড়াও বরাদ্দের একটি অংশ নিজের পকেটস্থ করতেন। একপর্যায়ে চলতি বছরের গেল ফেব্রুয়ারিতে ৩৭ জন কর্মচারী তার বিরুদ্ধে উর্ধতন কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দাখিল করেন। এসব বিষয়ে গত ১৫ মার্চ ‘স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ’ শিরোনামে দৈনিক সময়ের আলো’য় প্রতিবেদন প্রকাশিত হয়। এর আগে একই বিষয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে স্থানীয় সংবাদপত্র ‘বাংলার কাগজ’।
এদিকে লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ১৬ মার্চ পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পাশাপাশি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকেও আভ্যন্তরীণ একটি তদন্ত সম্পন্ন করা হয়। পরিচালক (স্বাস্থ্য) ময়মনসিংহ বিভাগীয় কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি করোনার কাজে তদন্তকাজে মন্থর গতি দেখালেও জেলা সির্ভিল সার্জন কার্যালয় থেকে সার্বিক বিষয় গুৃরুত্ব সহকারে বিবেচনা করা হয়। একপর্যায়ে চলতি জুলাইয়ের ৭ তারিখে ডাঃ রেহমা সারওয়াত সালামকে জামালপুরের দেয়ানগঞ্জে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে বদলি করা হয়। নাছোরবান্দা ডাঃ রেহমা সারওয়াত সালাম তার সমস্ত ‘উপরের হাত’ দিয়ে বদলির আদেশ ঠেকানোর চেষ্টা করেন। কিন্তু বিধি বাম। বদলির আদেশ ঠেকাতে গিয়ে কর্মস্থলে পুনর্বহালের পরিবর্তে ২৮ জুলাই তাকে মহাপরিচালকের কার্যালয়ে ওএসডি হিসেবে সংযুক্ত করা হয়।
ডাঃ রেহমা সারওয়াত সালামের ওএসডি’র বিষয়টি নিশ্চিত করে জেলা সিভিল সার্জন ডাঃ আনোয়ারুর রউফ জানান, করোনার কারণে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) মহোদয়ের কার্যালয় থেকে গঠিত তদন্ত কমিটি তাদের তদন্তকাজ সম্পন্ন করতে পারেননি। তবে আমাদের আভ্যন্তরীণ তদন্ত প্রতিবেদন আমরা বিভাগীয় কার্যালয়ে প্রেরণ করি। যেসব অভিযোগ পাওয়া গিয়েছিল সেসবের কিছু কিছু সত্যতা পাওয়া গেছে। অবশ্য কি কারণে ওএসডি করা হয়েছে এ বিষয়ে তিনি জানেন না বলে জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com