1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩০ পূর্বাহ্ন

কুয়াকাটা সৈকতে সুন্দরী ফলের সমারোহ

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): মহামারি করোনা পরিস্থিতিতে পর্যটন নগরী কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন পর্যটক। ভাটার সময় হঠাৎই করে দূর থেকে তাকালে মনে হবে যেন পুরো সৈকত যেনো লাল গালিচা দিয়ে ঢেকে দিয়েছে। গত কয়েক দিন ধরে সাগরের পানির ঢেউয়ে তীরে ভেসে আসছে অজস্র সুন্দরী গছের ফল। সুন্দরবনের সুন্দরী ফলগুলোতে ছেয়ে গেছে গোটা সমুদ্র সৈকত।

স্থনীয় সূত্রে জানা যায়, বঙ্গোপসাগর বেশ কয়েকদিন ধরে উত্তাল রয়েছে। বাতাসের চাপ ও পানির তোড়ে সুন্দরবন থেকে এ ফলগুলো ভেসে এসে দীর্ঘ ১৮ কিলোমিটার সৈকতে এগুলো বিচ্ছিন্ন ভাবে পড়ে রয়েছে। কেউ কেউ এগুলোকে কুড়ি নিয়ে যাচ্ছে। তবে বন বিভাগকে এ বীচগুলো সংগ্রহ করার দাবী জানীয়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আমিনুর হোসেন এ প্রতিবেদককে বলেন, কয়েক দিন ধরে এই ফলগুলোতে পুরো সৈকত ছেয়ে গেছে। জোয়ারের সময় পানিতে ভাসে। আর ভাটার সময় সৈকতে পড়ে থাকে। তাবে তার ধারনা এগুলো সুন্দরবন থেকে ভেসে এসেছে।

কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মো: আব্দুল খালেক এ প্রতিনিধিকে বলেন, কুুয়াকাটার জিরো পয়েন্টে পূর্ব ও পশ্চিম পাশে অসংখ্য সুন্দরী ফল পড়ে রয়েছে।

কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন হাওলাদার গণমাধ্যমকে বলেন, পার্শ্ববর্তী সুন্দরবন থেকে তীব্র জোয়ারে এ ফলগুলো সৈকতে ভেসে আসছে। বর্তমানে প্রচুর পরিমানে সুন্দরী ফল সৈকতে পড়ে রয়েছে। বর্তমানে করোনা পরিস্থিতিতে পর্যটন নগরী কুয়াকাটায় ভ্রমনে নিষেধাজ্ঞা থাকায় নেই কোন পর্যটক নেই বলে তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com