ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় মাদকের টাকা না পেয়ে খালাকে কুপিয়ে হত্যা করেছে এক কিশোর। বুধবার (২৮ জুলাই) রাতে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কিশোরকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতার আরিফ হোসেন (১৭) হোসেন ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা গ্রামের কবির হোসেনের ছেলে। নিহত নার্গিস বেগম একই উপজেলার কুশমাইল ইউনিয়নের ধামর গ্রামের সমর আলী খানের মেয়ে।
শুক্রবার (৩০ জুলাই) বিকেলে ময়মনসিংহ র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ বিষয়ে র্যাব-১৪ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার হান্নানুল ইসলাম বলেন, ‘বুধবার (২৮ জুলাই) রাতে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের পাঞ্জানা পালোয়ান মার্কেট এলাকায় নার্গিস নামে এক নারীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এমন সংবাদ পেয়ে র্যাব-১৪ এর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে হত্যার বিষয়ে তদন্ত শুরু করে।’
তিনি বলেন, ‘এরই ধারাবাহিকতায় র্যাব-১৪ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে নিহতের আপন ভাগ্নে আরিফ হোসেনকে গ্রেফতার করে।’
এই কর্মকর্তা আরও বলেন, ‘গ্রেফতারকৃত আরিফ প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে নিহত নার্গিস বেগমের ছোট বোনের ছেলে। ঘটনার দিন মাদক কেনার জন্য খালা নার্গিসের কাছে টাকা চায় সে। কিন্তু টাকা না দেয়ায় তাকে কুপিয়ে হত্যা করে আরিফ।’
গ্রেফতারের পর আরিফ হোসেনকে ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করে র্যাব। পুলিশ তাকে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই নিহতের মেয়ে সাহিদা আক্তার বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।