নালিতাবাড়ী (শেরপুর): শেরপুরের নালিতাবাড়ীতে অবৈধ বালু উত্তোলনবিরোধী ভ্রাম্যমাণ আদালতে ৯টি স্যালু চালিত ড্রেজার ধ্বংস ও উত্তোলিত ৩০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে।
শনিবার (৩১ জুলাই) বিকেলে উপজেলার নয়াবিল ও শিমুলতলা স্লুইচগেইট এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস।
সূত্র জানায়, প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে কতিপয় বালু ব্যবসায়ী ভোগাই নদীর শিমুলতলা স্লুইচগেইট ও নয়াবিল বাজারের পূর্ব পাশে অবৈধভাবে নদীর তীর ধ্বংস করে বালু উত্তোলন করে আসছিল। খবর পেয়ে বিকেলে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস ব্যাটালিয়ন আনসার বাহিনীর সদস্যদের সাথে নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত পরিচালনাকালে শিমুলতলা স্লুইচগেইট এলাকায় ৩টি ও নয়াবিল বাজারের পূর্ব পাশে ৬টি মোট ৯টি স্যালু চালিত ড্রেজার ধ্বংস করেন। একইসঙ্গে অবৈধভাবে উত্তোলিত ৩০ হাজার ঘনফুট বালু সরকারের অনুকূলে জব্দ করেন।
বিষয়টি নিশ্চিত করে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস জানান, আগামীকাল উপজেলা প্রশাসনের কার্যালয়ে জব্দকৃত বালু প্রকাশ্যে নিলামে বিক্রি করা হবে।
উল্লেখ্য, গতকাল শুক্রবার বিকেলে বাংলার কাগজ এর অনলাইন চ্যানেল ‘চ্যানেল বাংলা টেলিভিশন’ এর ফেসবুক পেজে নয়াবিল ও ফুলপুর এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও ভোগাই নদীর তীর ধ্বংসের উপর সরাসরি সম্প্রচার করা হয়।