স্টাফ রিপোর্টার: জীবিকার তাড়নায় করোনাভাইরাসের সংক্রমণরোধে লকডাউন আর বৈরী আবহাওয়াকেও উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছে মানুষ। রবিবার থেকে সরকারী নির্দেশনা অনুযায়ী সকল গার্মেন্টসহ শিল্পকারখানা খোলার খবরে কোরবানী ঈদে বাড়িতে আসা শ্রমিক ও সাধারণ মানুষ ঢাকায় ফিরতে শুরু করেছেন।
শনিবার (৩১ জুলাই) সকাল থেকে উপজেলা, ধারা, নাগলা বাসস্ট্যান্ড এলাকায় চলমান লগডাউনের কারণে বাস ও গণপরিবহণ বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় ছুটছে কর্মজীবি মানুষ। স্বাস্থ্যবিধি তো দুরে থাক অনেকের মুখে মাস্কও ছিলো না। তবে এ বিষয়ে প্রশাসনের কোন অভিযান চোখে পড়েনি। করোনার এ সময় গার্মেন্ট ও শিল্প কারখানা খোলে দেওয়ার কারণে বিপাকে পড়তে হচ্ছে বলে মন্তব্য করেছেন অনেক গার্মেন্টকর্মী।
উপজেলার ধারা বাজার বাসস্ট্যান্ড থেকে ঢাকা যাওয়া গার্মেন্টকর্মী শিরিনা আক্তার বলেন, ঈদে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি এসেছিলাম। ভেবেছিলাম ঈদের পর হয়তো লগডাউন শিথিল করা হবে। কিন্তু পরে আর যেতে পারিনি। হঠাৎ আমাদের গার্মেন্ট খোলার খবরে ঢাকায় যেতে হচ্ছে। কিন্তু বাস না পাওয়ায় বাধ্যহয়েই ট্রাকে করে যাচ্ছি।
আরেক গার্মেন্টকর্মী ফারহানা ইয়াসমিন বলেন, গরীব মানুষ। আমার সংসারে কর্মক্ষম কেউ নেই। তাই আমাকেই সংসার চালাতে হয়। ঢাকার একটি গার্মেন্টে আমি কাজ করি। যদি সময়মত না যেতে পারি তাহলে চাকরী থাকবে না। ফলে মরি আর বাঁচি ঢাকায় যেতেই হবে। চাকরী হারালে না খেয়ে মরতে হবে।
গার্মেন্টকর্মী সোহেল মিয়া আক্ষেপ করে বলেন, আমি ও আমার স্ত্রী ঢাকায় গার্মেন্টে কাজ করি। ঈদের আগে গাড়ি চলতে দিলো এখন গাড়ি বন্ধ করে গার্মেন্ট খোলে দিলো । অথচ আমাদের কথা কেউ ভাবলো না। আমরা যাবো কিভাবে। বাড়িতে এসে সব টাকা শেষ হয়ে গেছে। এখন আবার ট্রাকে করে স্ত্রী ও ছোট বাচ্চা নিয়ে অধিক ভাড়া দিয়ে ট্রাকে করে যাচ্ছি। যদি আবার চাকরী চলে যায়, তাহলে না খেয়ে মরতে হবে। না খেয়ে মরার চেয়ে করোনায় মরা ভালো।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, আমরা যখন অভিযানে যায়, তখন ট্রাকগুলো পালিয়ে যায়। এখন জনস্রোত আমরা কিভাবে ঠেকাবো বলেন ? আমরা উপজেলা প্রশাসন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি। গার্মেন্ট খোলে দেওয়ায় এখন মহাসড়কে মানুষের জনস্রোত নেমেছে।