শেরপুর : শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন থেকে ৩১ জুলাই শুক্রবার দুপুরে এক ট্রাক ভর্তি নিষিদ্ধ পলিথিন আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএস আই)। এসময় ট্রাকসহ চালক কে আটক করা হয়। জব্দ ১০ হাজার কেজি পলিথিনের মূল্য প্রায় ৩০ লাখ টাকা হবে বলে জানায় এন এস আই।
এনএসআই ও পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ঢাকার লালবাগ থেকে ট্রাকে করে নিষিদ্ধ পলিথিন আনা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে এনএসআই শেরপুর ঢাকা মহাসড়কের ভাতশালা ইউনিয়নের জোড়া পেট্রোল পাম্প এলাকায় অভিযান চালায়। এসময় (ঢাকা মেট্রো ট-২০১৬১২) ট্রাক তল্লাশি করে উল্লিখিত পলিথিন পাওয়া যায়। পরে ট্রাক চালক জেলা শহরের শেখহাটি মহল্লার বাসিন্দা বাবুল মিয়াকে আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নয়ন কুমার রায় বলেন- পলিথিন জব্দের ঘটনায় পরিবেশ আইনে শেরপুর সদর থানায় একটি মামলা হয়েছে।
শেরপুর এনএস আই এর উপ-পরিচালক মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, পলিথিন জব্দের পর জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর কে অবহিত করা হয়েছে। পলিথিন বহনকারী ট্রাক চালক জানিয়েছেন- জব্দ পলিথিন ও ট্রাকের মালিক হচ্ছেন জেলা শহরের খোয়ারপাড় এলাকার আবু রায়হান ও ফরিদ মিয়া নামে দুই ব্যবসায়ী।