নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে স্বামী পরকীয়া করে- এমন তথ্যের ভিত্তিতে পারিবারিক কলহের জেরে স্ত্রী নুরুন্নাহারকে মারধর করে হাসপাতালে পাঠিয়েছে স্বামী। যদিও স্বামী নুরুল আমীন পরকীয়ার বিষয়টি অস্বীকার করেছেন। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৩০ জুলাই) রাতে উপজেলার পাঁচগাঁও ফটিয়াকান্দি গ্রামে।
জানা গেছে, পাঁচগাঁও ফটিয়াকান্দি গ্রামের আব্দুল হকের ছেলে নুরুল আমীনের সাথে উপজেলার শেখেরকুড়া গ্রামের আব্দুল মালেকের কন্যা নুরুন্নাহারের প্রায় দশ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে সন্তানের জন্ম হয়। স্বামী নুরুল আমীন টঙ্গীর একটি কারখানায় অপারেটরের কাজ করেন। সে সুবাদে সেখানে সপরিবারে বসবাস করলেও প্রায় দেড় বছর আগে স্ত্রী-সন্তানকে বাড়ি পাঠিয়ে দেন তিনি। এদিকে স্ত্রীর কাছে বিভিন্ন মাধ্যমে স্বামীর পরকীয়ার খবর আসে। এ নিয়ে প্রায়ই উভয়ের মাঝে কলহ বাধে।
সবশেষ ঈদের ছুটিতে স্বামী নুরুল আমীন বাড়ি আসার পর গত কয়েকদিন আগে উভয়ের মাঝে একই বিষয় নিয়ে দ্বন্দ্ব শুরু হলে স্ত্রীকে মারধর করে। পরে স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্যরা বিষয়টি সমাধানের লক্ষ্যে কিছুদিনের জন্য নুরুন্নাহারকে পিত্রালয়ে পাঠিয়ে দেন। এরপর গত শুক্রবার নুরুন্নাহার ও তার সন্তানদের কাপড়-চোপড় আনার জন্য স্বামীর বাড়ি গেলে রাত দশটার দিকে স্বামী নুরুল আমীন স্ত্রীকে বেধড়ক মারধর করেন। পরে নুরুন্নাহারকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে নালিতাবাড়ী থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
শালিসকারী শেখেরকুড়া গ্রামের আবু সাঈদ জানান, আমাদের উপস্থিতিতেই নুরুল আমীন তার স্ত্রী নুরুন্নাহারকে মরধর করে অজ্ঞান করে ফেলে।
পাঁচগাঁও গ্রামের ইউপি সদস্য আব্দুল্লাহ জানান, স্ত্রীকে মারধর করায় আমরা শালিশ করে কিছুদিনের জন্য পিতার বাড়ি পাঠিয়ে দেই। পরে শুক্রবার রাতে কাপড়-চোপড় আনার জন্য স্ত্রী স্বামীর বাড়ি এলে তাকে বেধড়ক মারধর করে। তিনি আরও বলেন, ছেলেটা কারও কথা শোনে না, উশৃঙ্খল টাইপের। পরকীয়ার কথা শোনেছি, কিন্তু ছেলে তা অস্বীকার করেছে।
এদিকে পরকীয়ার বিষয়টি অস্বীকার করে নুরুল আমীন জানান, আমি যে রোজগার করি তা দিয়ে পরকীয়া করা বা আরেকটি বিয়ে করা সম্ভব নয়। আমার স্ত্রী আমাকে অযথা সন্দেহ করে ঝগড়া করে।