শ্রীবরদী (শেরপুর): শেরপুরের শ্রীবরদীর সীমান্তের লাউচাপড়ায় গণির টিলায় বসত বাড়ি ভাংচুর, অগ্নিসংযোগ ও জোর পূর্বক উচ্ছেদ করে জমি দখল করে নেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মশুক্রবার (৬ আগস্ট) দুপুরে জামালপুরের বকশিগঞ্জ-শ্রীবরদী সীমান্তের লাউচাপড়া গ্রামের মোর্শেদ মিয়া (৪৫) তার ক্রয়কৃত জমি ফেরত পেতে ন্যায় বিচারের আশায় এ সংবাদ সম্মেলন করেন।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বকশিগঞ্জ উপজেলার পাখিমারা গ্রামের আসাদুজ্জামান (৪০) ও রতন মিয়া (৫৫) ভূয়া দলিল সৃষ্টি করে আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করে। যার দলিল নং- ১১৮৯, তাং- ১৬/০৬/৮৯। এ ব্যাপারে আমি অবগত হয়ে দলিল পন্ডের বিজ্ঞ আদালতে মামলা দায়ের করি। যা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে। এছাড়াও আমি চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলা করি। উক্ত মামলাও আদালতে বিচরাধীন আছে। গত শুক্রবার আসাদুজ্জামান ও রতন লোকবল নিয়ে আমার ঘরবাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগ করে আমার জমি জবর দখল করে।
তবে এ সংবাদ সম্মেলনের প্রতিবাদ করে আসাদুজ্জামান বলেন, ওই জমি আমি ক্রয় সূত্রে মালিক। ওই জমিতে আমার এখন ঘর নির্মাণ কাজ চলছে। তারা নানাভাবে আমাকে বাঁধা দিয়ে আসছে। এ ব্যাপারে গ্রাম্য শালিসের মাধ্যমে দুই লক্ষাধিক টাকা দিয়ে আপোষ-মিমাংসা হলেও তারা এখন মানতে নারাজ।