স্টাফ রিপোর্টার: শেরপুর জেলায় আজ ৭ আগষ্ট শনিবার সকাল ৯ টা থেকে কোভিট-১৯ এর গণটিকা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। সকালে শেরপুর পৌরসভা কাযার্লয়ে মেয়র গোলাম কিবরিয়া লিটন পৌর এলাকার টিকাদান কর্মসূচি উদ্বোধন করেন। জেলায় প্রথম দফায় ৩৩ হাজার ৬ শত জনকে গণটিকা দেয়া হবে। জেলায় ৫২ ইউনিয়নে ২৫ বছর বয়সী বা তদুর্ধ্বদের সীমিত আকারে টিকা প্রদান করা হবে।
জেলার প্রতিটি ইউনিয়নের সাবেক ১নং ওয়ার্ডের যেকোন স্থানে একটি করে কেন্দ্র ও ৩ টি বুথ স্থাপন করা হবে। সেখানে জাতীয় পরিচয়পত্র ও মেবাইল নাম্বার নিয়ে তাৎক্ষনিক রেজিষ্ট্রেশন করে টিকা দেয়া হচ্ছে। পৌর এলাকায় প্রতি ওয়ার্ডে ২ শত জন করে টিকা নিতে পারবে। আর ৫২ ইউনিয়নের প্রতিটি কেন্দ্রের ৩টি বুথে মেটা ৬শত টিকা প্রদান করা হবে বলে জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানাগেছে।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় টিকা গ্রহনকারীদের সংখ্যা সকালের দিকে খুব একটা উপস্থিতি না থাকলেও বৃষ্টি কমে যাওয়ার পর বেলা বারার সাথে সাথে তাদের ভির বাড়তে থাকে।