স্টাফ রির্পোটার: শেরপুরের নকলা থানার নতুন পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে শুক্রবার (৬আগস্ট) যোগদান করেছেন মো. ইস্কান্দার হাবিবুর রহমান। নকলা থানার পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মুশফিকুর রহমান। তিনি এর আগে শেরপুরের শ্রীবরদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন পালন করেন।
মো. ইস্কান্দার হাবিবুর রহমান ময়মনসিংহের ফুলপুর উপজেলার বউলা এলাকায় এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কনস্টেবল হিসেবে যোগদান করেন। ২০১৭ সালে তিনি পুলিশ পরিদর্শক হিসেবে পদন্নতি পান। ৭ভাই বোনদের মধ্যে তিনি চতুর্থ।
নব্য যোগদানকৃত পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ইস্কান্দার হাবিবুর রহমান মাদক, জুয়াসহ বিভিন্ন অপরাদ নির্মূল করতে নকলা উপজেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।