স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ রোধে গণটিকাদান কার্যক্রম শেষ হয়েছে। শনিবার (৭ আগস্ট) উপজেলার ১২ ইউনিয়নের সবগুলো কেন্দ্রে একযুগে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত সর্বমোট ৭ হাজার ২শ জনকে টিকা দেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রেই পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিলো সবচেয়ে বেশি।
সকালে এ উপজেলার ধারা ইউনিয়নে গণটিকাদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং। এ সময় তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণটিকাদান কার্যক্রম পরিদর্শন করেন। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে টিকাদান কার্যক্রমের মধ্য দিয়ে জনসাধারনের মাঝে টিকা দেওয়া শুরু হয়।
সরজমিনে প্রতিটি কেন্দ্র গিয়ে দেখা যায়, বৈরি আবহাওয়া উপেক্ষা টিকা নেওয়ার জন্য কেন্দ্রে ভিড় করছে মানুষ। তবে এ ক্ষেত্রে পিছিয়ে পুরুষরা। প্রতিটি কেন্দ্রেই টিকা দিতে আসা নারীদের ছিলো দীর্ঘ লাইন। তবে এ ক্ষেত্রে প্রায় প্রতিটি ইউনিয়নে ৩ টি করে আলাদা কক্ষে টিকা নিয়েছেন মানুষ। ৩ টার পরও অনেকেই এসেছেন কেন্দ্রে। কিন্তু অনেক কেন্দ্রেই নির্দিষ্ট সময়ের আগেই টিকা শেষ হয়ে যায়।
এ বিষয়ে ধুরাইল ইউনিয়নের হালিমা খাতুন বলেন, আমি এবং আমার বৃদ্ধ শ্বাশুড়িকে টিকা নিয়েছি। আমাদের এলাকার প্রায় নারী টিকা নিচ্ছেন। করোনার সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে টিকা না নিয়ে উপায় নেই। করোনার জন্য মানুষের মধ্যে এখন ভয় কাজ করছে। টিকা নিয়ে কিছুটা স্বস্তি পেলাম।
টিকা নিতে আসা ধুরাইল ইউনিয়নের বৃদ্ধা আম্বিয়া খাতুন বলেন, এ বয়সে হালুয়াঘাট শহরে গিয়ে টিকা নেওয়া সম্ভব না। আমাদের পরিষদে টিকা দিচ্ছে শুনে এখানেই চলে এলাম। খুবই ভালো লাগছে। টিকা নিয়েছি ব্যাথা পায় নাই। আমাদের গ্রামের অনেক নারী পুরুষ টিকা নিচ্ছে। বৃদ্ধ বয়সে আর করোনা নিতে মরতে চায় না।
ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, সকাল থেকে টিকা নিতে মানুষের প্রবল আগ্রহ দেখা গেছে। টিকা নিতে আসা মানুষদের লম্বা লাইন সত্যিই অবিশ্বাস্য। কিছুদিন আগেও মানুষের মধ্যে সচেতনতা ছিলো না। এখন মানুষ আগের চেয়ে বেশী সচেতন হয়েছে। আমার ইউনিয়নে বৃদ্ধ, নারী ও পুরুষদের জন্য পৃথক পৃথক উপ-কেন্দ্র করেছি, যাতে মানুষ খুবই কম সময়ে টিকা নিতে পারে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনীর আহমেদ বলেন, উপজেলার ১২টি ইউনিয়নের প্রতিটিতে ৬০০ জন করে আমরা টিকা দিয়েছি। তবে নারীর সংখ্যাটা বেশী বলেই মনে হচ্ছে। মানুষের বিপুল সারা পেয়েছি। এটি আমাদের চলমান প্রক্রিয়া। যারা টিকা নিতে পারেনি তাদেরকে আমরা পরবর্তী তারিখ ও সময় জানিয়ে দেবো। আমরা আশাকরি সবাই যেন টিকা কার্যক্রমে অংশ গ্রহণ করেন।