যশোর : সারাদেশের ন্যায় যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার ইউনিয়ন পর্যায়ে কোভিট-১৯ এর রেজি স্ট্রেশন বিহীন গণটিকাদান কার্যক্রম শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় শার্শা সদর ও বাগআচড়া ইউনিয়নে এ টিকাদান কার্যক্রম শুরু হয়।
সকাল থেকে কেন্দ্রে টিকা গ্রহীতাদের ভীড় লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে নারী ও পুরুষের আলাদা আলাদা বুথের মাধ্যমে ৬’শ জনকে এ টিকা প্রদান করা হয়।
অনুরুপ ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নে করোনা সংক্রমণ রোধে টিকা প্রদান কার্যক্রম সকাল ১০ টায় কুলবাড়ীয়া বিকেএস মাধ্যামিক বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয়।
টিকা কার্যক্রমের উদ্ধোধন করেন ১০ নং শংকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নিছার উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল কাদের,সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান ধাবক, শংকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম পশারী, ইউনিয়ন পরিষদের সচিব জাহাঙ্গীর কবির, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মামুন, আওয়ামী লীগ নেতা কবিরুজ্জামান মিঠু, নাজমুস সায়াদ, ইউপি সদস্য বজলুর রহমান, ওজিয়ার রহমান, সাবেক মহিলা মেম্বার শামিমা পারভীনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারী কর্মকর্তাগণ, সাংবাদিক, স্থানীয় গন্যমান্য ও এলাকাবাসী।