1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:০৫ পূর্বাহ্ন

শ্রীবরদীতে বাড়িতে ডেকে নিয়ে প্রেমিককে কুপিয়ে হত্যা করল প্রেমিকার স্বজনরা

  • আপডেট টাইম :: সোমবার, ৯ আগস্ট, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বাড়িতে ডেকে নিয়ে মিজানুর রহমান (২৭) নামে এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে প্রেমিকার পরিবারের লোকজনের বিরুদ্ধে। রবিবার (৮ আগস্ট) রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের আকন্দপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজান পাশ্ববর্তী চাংপাড়া গ্রামের মোতালেব মিয়ার ছেলে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় বাবুল মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

নিহতের পরিবার জানায়, মিজানের সাথে ভেলুয়া আকন্দপাড়ার আনছার আলীর মেয়ে আফরোজার সাথে প্রেমের সম্পর্ক চলছিল। এরই জের ধরে রবিবার রাতে ওই গ্রামের বাবুল মিয়া মিজানকে ডেকে প্রেমিকার বাড়ি নিয়ে যায়। একপর্যায়ে প্রেমিকার বাড়ির লোকজন মিজানকে কুপিয়ে গুরুতর আহত করে। পরে আহত মিজানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস জানান, এ ঘটনায় জড়িত একজনকে আটক করা হয়েছে। থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত বাকিদের ধরতে অভিযান চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com