আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহার দখল করে নিয়েছে তালেবান। এই শহর একসময় তালেবানদের শক্ত ঘাঁটি ছিল এবং কৌশলগতভাবে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ। আফগানিস্তানের রাজধানী কাবুলের আরও কাছাকাছি তালেবান। তারা কাবুল থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে রয়েছে।
শনিবার (১৪ আগস্ট) টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, কান্দাহার দখলের মধ্য দিয়ে ৩৪টির মধ্যে ১৮টি প্রাদেশিক রাজধানী দখলে নিয়েছে তালেবান।
এর আগে বৃহস্পতিবার কয়েক ঘণ্টার মধ্যে হেরাত, গজনিসহ আফগানিস্তানের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা। তালেবানের একজন মুখপাত্র বলেছেন, ‘কান্দাহারও সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে এসেছে।’
যদিও কাবুল এখনও আফগান সরকারের দখলে রয়েছে। কিন্তু গজনি ও কান্দাহার দখলের পর কাবুলের সঙ্গে শহরগুলোর সম্পর্ক ছিন্ন করার চেষ্টা চালাচ্ছে তালেবান।
তালেবানের বিভিন্ন শহর দখল ও সহিংসতার মুখে হাজারও মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে। তারা রাজধানী কাবুলের দিকে যাচ্ছে। সেখানে তারা মানবেতর জীবন যাপন করছে।
এদিকে, মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে নিতে সহায়তা করার জন্য আফগানিস্তানে প্রায় তিন হাজার সৈন্য পাঠাচ্ছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।