1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১১:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

মাহমুদউল্লাহকে বাদ দিয়ে টেস্ট দল ঘোষণা

  • আপডেট টাইম :: রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : শনিবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হবে টেস্ট। শেভরনদের বিপক্ষে একমাত্র টেস্টকে সামনে রেখে রোববার দুপুরে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ টেস্টের জন্য অধিনায়ক করা হয়েছে মুমিনুল হককে।

টেস্ট দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদকে। ব্যক্তিগত কারণে নেই সৌম্য সরকার। পাকিস্তানে খেলা রুবেল হোসেন ও আল-আমিন হোসেনকেও রাখা হয়নি।

তাদের না থাকার বিষয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘এটা দুঃখজনক যে কয়েকজন খেলোয়াড় দলে জায়গা পায়নি। তবে ব্যালান্সড একটি দল নিশ্চিত করতে ধারাবাহিকতার উপর জোর দিয়েছি আমরা। আমরা মনে করছি লাল বলের ক্রিকেট থেকে মাহমুদউল্লাহর বিরতি প্রয়োজন।’

‘আল-আমিনের কিছুটা ইনজুরি সমস্যা রয়েছে। সে কারণে তাকে আমরা বিশ্রাম দিয়েছি। যাতে সীমিত ওভারের ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হতে পারে। যেখানে তাকে খুব প্রয়োজন হবে আমাদের। এই মুহূর্তে রুবেল আমাদের লাল বলের পরিকল্পনার মধ্যে নেই। সৌম্য ছুটি চেয়েছে। সুতরাং তাকে বিবেচনা করার সুযোগ নেই।’

দলে নতুন মুখ দুইজন। তারা হলেন ব্যাটসম্যান ইয়াসির আলী ও পেসার হাসান মাহমুদ। ঘরোয়া ক্রিকেটে দুইজনই দারুণ পারফরম্যান্স করেছেন। অভিষেক হলে সেটা ধরে রাখতে পারেন কিনা দেখার বিষয়। তাদের বিষয়ে নান্নু বলেছেন, ‘আমরা মনে করি হাসান মাহমুদ ও ইয়াসির আলী খুবই প্রতিভাবান ও সম্ভাবনাময় খেলোয়াড়। তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ।’

ঘরের মাঠে টেস্ট। অনুমিতভাবেই দলে জায়গা পেয়েছেন মুশফিকুর রহিম। ফিরেছেন অফ স্পিনার মেহেদী হাসান মিরাজও। পাকিস্তানের বিপক্ষের টেস্টে জায়গা না পাওয়া পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদও ফিরেছেন জিম্বাবুয়ের বিপক্ষে।

সবশেষে নান্নু বলেছেন, ‘আমি বিশ্বাস করি আমরা বর্তমান পরিস্থিতিতে সেরা সম্ভাব্য টেস্ট দলটিই নির্বাচন করেছি। যেখানে অভিজ্ঞ ও প্রতিভাবান ক্রিকেটারদের দারুণ একটি সম্মিলন ঘটেছে।’

১৬ সদস্যের বাংলাদেশ দল : মুমিনুল হক সৌরভ (অধিনায়ক), তামিম ইকবাল খান, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মো. মিথুন, লিটন কুমার দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ চৌধুরী রাহী, নাঈম হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ ও ইয়াসির আলী চৌধুরী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com