বিনোদন ডেস্ক : চলতি বছরের ‘মিস ওয়ার্ল্ড আমেরিকা’ হলেন শ্রী সাইনি। ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক হিসেবে প্রথম এই খেতাব জয় করলেন তিনি।
তার এই পথচলা শূন্য থেকেই শুরু করেছিলেন শ্রী সাইনি। ছোটবেলায় সড়ক একটি দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। মাত্র ১২ বছর বয়সে তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। দুর্ঘটনায় তার মুখও পুড়ে গিয়েছিল। অধ্যবসায় ও সংকল্পের জোরেই আজ তার স্বপ্ন হাতের নাগালে।
ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে নিজের ছবি পোস্এট করেছেন শ্রী সাইনি। পাশাপাশি দীর্ঘ পোস্টে জানান, তিনিই এশিয়ার প্রথম ব্যক্তি, যিনি এই খেতাব পেলেন।
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে সাইনির মাথায় মুকুট পরিয়ে দেন ডায়ানা হেডেন। উচ্ছ্বসিত সাইনি জানান, তিনি দারুণ খুশি। আবার ভয়ও করেছে। আর সব কিছুই তার মা-বাবার জন্য সম্ভব হয়েছে। পাশাপাশি এই খেতাব পেয়ে তিনি সম্মানিত বোধ করছেন বলেও উল্লেখ করেন।