নালিতাবাড়ী (শেরপুর): উপজেলা পরিষদকে সেবামূলক ও স্মার্ট উপজেলা গঠন করতে যার যার অবস্থান থেকে শ্রম- ঘাম ও নিজেদের অর্থ দিয়ে ঘোড়া প্রতীকের নির্বাচন করছে বলে জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী হাজি মোশারফ হোসেন।
শুক্রবার রাতে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার নয়াবিল ইউনিয়নের চারআলী বাজারস্থ নাকুগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী সভায় এ কথা জানান তিনি।
এসময় তিনি বলেন, এই নালিতাবাড়ী উপজেলা পরিষদ গত পাঁচটি বছর সেবাহীন ও অকার্যকর পরিষদ হিসেবে পরিচিত করেছিল। নালিতাবাড়ীর সর্বস্তরের জনগণ এই উপজেলা পরিষদকে বাঁচানোর জন্য, সরকারের ঘোষণা অনুযায়ী স্মার্ট ও সেবামূলক একটি উপজেলা পরিষদ গঠন করার লক্ষ্যে বুক ভরা আশা নিয়ে আপনারা দলমত নির্বিশেষে সমর্থন জুগিয়েছেন, সহযোগিতা করে আসছেন। যার যার অবস্থান থেকে শ্রম-ঘাম দিয়ে, নিজেদের অর্থ খরচ করে নির্বাচন করছেন। আজকে প্রতিপক্ষ যে অপবাদ দিচ্ছে তা সঠিক নয়।
বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ এর সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, বর্তমান সহসভাপতি আব্দুল মোতালেব, নাকুগাঁও আমদানী-রফতানী কারক সমিতির সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র সরকার, ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক সাবেক ছাত্রলীগ নেতা হাজি লতিফুল ইসলাম বকুল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আমজাদ হোসেন, নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল ছামাদ, সাধারণ সম্পাদক সুজন মিয়াসহ অন্যান্য নেৃতৃবন্দ বক্তব্য রাখেন।
নাকুগাঁও লোড-আনলোড শ্রমিক ইউনিয়ন আয়োজিত এ সভায় এসময় শতশত সমর্থক অংশ নিয়ে ঘোড়া প্রতীককে বিজয়ী করতে একাত্মততা প্রকাশ করেন।