1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৫:৫০ পূর্বাহ্ন

প্রশংসার পর সমালোচনা, কানে আলোচনায় ঐশ্বরিয়া

  • আপডেট টাইম :: শনিবার, ১৮ মে, ২০২৪
বিনোদন ডেস্ক : কান উৎসব মানেই ঐশ্বরিয়ার গ্ল্যামার আর মোহময়ী লুকে বাজিমাত। বয়স পঞ্চাশ পেরিয়েও কানের লাল গালিচায় দ্যুতি ছড়ানোর দৌড়ে ঐশ্বরিয়া রাই বচ্চন আজও সবার আগে। ৭৭তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু দেখিয়েছিলেন বলিউডের গ্ল্যামার কুইন। ভাঙা হাত নিয়েই ছুটেছেন রেড কার্পেটে। তবে পরের দিনই পড়লেন কটাক্ষের মুখে।

কান চলচ্চিত্র উৎসবের সঙ্গে বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়ার সম্পর্কটা অনেক গভীর। ২০ বছরের বেশি সময় ধরে কানে অংশ নিচ্ছেন এই সাবেক বিশ্বসুন্দরী। প্রতি বছরের মতো এবারও ঐশ্বরিয়ার পোশাক ছিল আকর্ষণের কেন্দ্রে।তবে প্রথমদিন প্রশংসায় ভাসলেও পরেরদিই সমালোচনায়! এর আগেও একাধিকবার কানে নিজের পোশাকের কারণে সমালোচনার মুখে পড়েছেন ঐশ্বরিয়া। এবারও ঘটল তেমনটাই!

উৎসবের তৃতীয় দিন শুক্রবার (১৭ মে) অভিনেত্রীর সাজপোশাক দেখে ইন্টারনেটে শুরু হয় সমালোচনা। শুক্রবার তার দেখা মিলল সুবজ-রুপালী গাউনে। নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কেড়েছে সবার।সেই সঙ্গে নজর কেড়েছে নেটিজেনদেরও। অভিনেত্রীর এ লুক দেখে অনেকে মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ কেউ লিখেছেন, ‘কানে ঐশ্বরিয়ার পোশাক ডিজাইনার প্রতিবারই তামাশার পাত্রী করে তাকে।’ কারো কারো প্রশ্ন, ‘উদ্ভট পোশাকেই কি নজর কাড়া যায়?’

এর আগে, বৃহস্পতিবার (১৬ মে) কানের লাল গালিচায় কালো-সোনালী গাউনে নজর কাড়েন অ্যাশ। নিজের পোশাক ও লুকের জন্য বেশ প্রশংসিত হয়েছিলেন অভিনেত্রী। তবে দ্বিতীয় দিনই পড়তে হলো সমালোচনায়।তবে আরো একটি বিষয়ে এবার আলোচনায় রয়েছেন ঐশ্বরিয়া। বৃহস্পতিবার ফ্রান্সিস ফোর্ড কপোলা পরিচালিত ‘মেগালোপোলিস’ সিনেমার প্রদর্শনে লাল গালিচায় হাঁটেন ঐশ্বরিয়া। ওই একই মঞ্চে তাঁর সঙ্গে হেঁটেছিলেন গ্রেটা গেরউইগ, নাদিন লাবাকি, আইরিন জেকবের মতো হলিউড তারকা। তবে কান কমিটি সেই ‘ওয়াক’-এর যে ছবিগুলি সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন সেখানে সবার নাম উল্লেখ থাকলেও নেই ঐশ্বরিয়ার নাম। অভিনেত্রীর সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টকেও ট্যাগ করা হয়নি। আর এই কাণ্ড দেখেই খেপেছেন তার অনুরাগীরা। সামাজিক মাধ্যমে বেশ আলোচনা চলছে বিষয়টি ঘিরে। ভারতীয় ভক্তদের মতে, বিশ্ব মঞ্চে এখনো ভারতকে উপেক্ষা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com