মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে গরু চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
শনিবার (১৮ মে) দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার আকরাম হোসেন পিপিএম প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- শেরপুর পৌর শহরের কসবা কাঠগড় এলাকার ফরহাদ হোসেনের ছেলে আব্দুল জলিল ওরফে ফকির হোসেন (৩৪), টাঙ্গাইল জেলার ভুয়াপুর থানার কোকাদাইর এলাকার মৃত সিরাজ প্রামাণিকের ছেলে মহির উদ্দিন (৫০), মহির উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম (২৩), হাসেম প্রামাণিকের ছেলে সাহিজুল ইসলাম (৩০) এবং খানুরবাড়ী এলাকার মহিউদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (৩৫)।
জানা গেছে, গত ১২ মে দিবাগত রাতে ঝিনাইগাতী উপজেলার জরাকুড়া গ্রামের কৃষক শাহজাহান মিয়ার গোয়াল ঘর থেকে বিভিন্ন বয়সের ৫টি গরু চুরি হয়। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লাখ ৪০ হাজার টাকা। খবর পেয়ে ঝিনাইগাতী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং ১৪ মে শাহজাহান মিয়া বাদী হয়ে থানায় একটি মামলঅ দায়ের করেন।
এর প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও সোর্সের মাধ্যমে ১৭ মে রাতে ট্রাক ড্রাইভার আব্দুল জলিল ওরফে ফকির হোসেনকে শেরপুর থেকে গ্রেফতার করে। পরবর্তীতে তার দেওয়া তথ্যে টাঙ্গাইলের ভুয়াপুরে অভিযান চালিয়ে অপর ৪ জনকে গ্রেফতার এবং চুরি যাওয়া গরুগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাকারবারী দলের সদস্য এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
এসময় ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।