1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০১:৩৫ পূর্বাহ্ন

লাশের সঙ্গে যৌন সম্পর্ক, সেন্সরে আটকে গেলো সিনেমা

  • আপডেট টাইম :: সোমবার, ১ নভেম্বর, ২০২১

বিনোদন ডেস্ক : ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী শিমলাকে নিয়ে ২০১৪ সালের আগস্টে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’র কাজ শুরু করেন তরুণ নির্মাতা রুবেল আনুশ। এই সিনেমার উপজীব্য অসম প্রেমের গল্প।

সিনেমার কাজ মাঝপথে থেমে যায়। লালিত স্বপ্ন বাস্তবে রূপ দিতে নির্মাতা রুবেল প্রযোজকের দায়িত্ব নেন। বাবার সম্পত্তি বিক্রি করে এবং কষ্টার্জিত অর্থ সিনেমায় লগ্নি করে শুটিং শেষ করেন। এরপর সম্পাদনাসহ আনুষাঙ্গিক কাজ শেষ করে সেন্সরে জমা দেন। কিন্তু সিনেমার গল্পের কারণে সেন্সর বোর্ড সিনেমাটি নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানান এই নির্মাতা।

রুবেল আনুশ বলেন, ‘সিনেমাটি তিনটি গল্পের উপর ভিত্তি করে নির্মাণ করা হয়েছে। আর এই তিনটি গল্পই বাদ দিতে বলা হয়েছে। যদিও অফিসিয়ালি এখনও চিঠি পাইনি। তবে আন-অফিসিয়ালি আমি বিষয়টি জানতে পেরেছি।’

কী এমন গল্প যে সেন্সর আটকে দিলো? জানতে চাইলে নির্মাতা বলেন, ‘অসম প্রেম দেখানো হয়েছে, ডোম লাশের সঙ্গে সেক্স করছে এবং হিন্দু-মুসলিম প্রেমের একটি গল্প আছে। যদিও সিনেমায় অ্যাডাল্ট দৃশ্য নেই। গালি ছিল সেগুলো মিউট করে দিয়েছি। তারপরও তারা আপত্তি তুলেছেন।’

‘অনেকে আপিল করার কথা বলছেন। কিন্তু আমি আপিল করবো না। কারণ তারা যে কারেকশন দেবে তাতে গল্প আর গল্প থাকবে না। সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি না দিয়ে এখন ওটিটি প্লাটফর্মে মুক্তি দেব।’ বলেন রুবেল।

সিনেমাটি নির্মাণে অনেক কাঠখর পোড়াতে হয়েছে এই স্বপ্নবাজ নির্মাতাকে। সমাজের লুকিয়ে থাকা গল্প সামনে আনতে চেয়েছিলেন তিনি। কিন্তু সেই গল্পই এখন তার স্বপ্নের সিনেমা নির্মাণের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। আক্ষেপ করে রুবেল আনুশ বলেন, ‘আমি প্রযোজক মেনটেইন করতে পারি না। প্রযোজকদের তেল দিতে পারি না। প্রথমে একজন প্রযোজক নিয়ে সিনেমাটির কাজ শুরু করি। কিছুদিন যেতেই তিনি অনৈতিক প্রস্তাব দেন। আমি আপত্তি জানালে তিনি সিনেমা থেকে সরে দাঁড়ান। এরপর নিজেই সিনেমাটি প্রযোজনা শুরু করি। এক পর্যায়ে বাবার সম্পত্তি বিক্রি করতে হয়েছে। এতেও শেষ করতে পারিনি। এই সিনেমাকে কেন্দ্র করে বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে। এক পার্যায়ে টাকা ধার করে সিনেমাটির বাকি অংশের কাজ শেষ করেছি।’

শুরুতে ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নাম থাকলেও পরে নাম পরিবর্তন করে সিনেমার নাম রাখা হয় ‘প্রেম কাহন’। শিমলা, মামুন ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রুমাই নোভিয়া, পুলক, বাপ্পী, লাবণী, সাদিয়া, আলিফ, মুসা, টুটুল চৌধুরী, আফরিন প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com