স্পোর্টস ডেস্ক : ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। মঙ্গলবার তাকে বিরাট কোহলির স্থলাভিষিক্ত করা হয়। তার সহকারী নির্বাচন করা হয়েছে লোকেশ রাহুলকে। মঙ্গলবার ভারতের ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেয়।
নতুন অধিনায়ক ও সহ-অধিনায়কের ত্তত্বাবধানে ভারত প্রথম সিরিজ খেলবে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলতি মাসে।
নিউ জিল্যান্ডের বিপক্ষের এই সিরিজে ভারতের দলে রাখা হয়েছে আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক ঋতুরাজ গায়কোয়াড় ও সর্বোচ্চ উইকেট শিকারি হার্শাল প্যাটেলকে। ইনজুরিতে পড়া হার্দিক পান্ডিয়ার পরিবর্তে দলে রাখা হয়েছে প্রতিভাবান অলরাউন্ডার ভেঙ্কটেশ আয়ারকে।
আছেন লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল, পেসার মোহাম্মদ সিরাজ, শ্রেয়াস আয়ার, অক্ষর প্যাটেল ও দীপক চাহার।
কিউইদের বিপক্ষের সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে পেসার জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি ও স্পিনার রবীন্দ্র জাদেজাকে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে জয়পুরে ১৭ নভেম্বর। ১৯ নভেম্বর রাঁচিতে হবে দ্বিতীয় ম্যাচ। আর ২১ নভেম্বর কলকাতায় হবে তৃতীয় ম্যাচ।
গায়কোয়াড় অবশ্য এর আগেও ভারতের হয়ে খেলেছেন। সেটা ছিল শ্রীলঙ্কার বিপক্ষে। আইপিএলের এবারের আসরে তিনি সর্বোচ্চ ৬৩৫ রান করেছিলেন। হার্শাল বল হাতে নিয়েছিলেন ৩২ উইকেট। ভেঙ্কটেশ করেছিলেন ৩৭০ রান। উইকেট নিয়েছিলেন ৩টি।