1. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
  2. admin@banglarkagoj.net : admin :
রবিবার, ১৯ মে ২০২৪, ০৮:২৮ পূর্বাহ্ন

মনিপুরে আসাম রাইফেলসের কর্নেলসহ নিহত ৭

  • আপডেট টাইম :: শনিবার, ১৩ নভেম্বর, ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মনিপুর রাজ্যে সন্ত্রাসী হামলায় আসাম রাইফেলসের এক কমান্ডিং অফিসারসহ সাত জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ওই কর্মকর্তার স্ত্রী ও সন্তান রয়েছে। শনিবার সকালে মিয়ানমার সীমান্তবর্তী চূড়াচাঁদপুর জেলায় এ ঘটনা ঘটে।

ওই কর্মকর্তার গাড়ির চালক এবং আসাম রাইফেলসের তিন সদস্যও হামলায় নিহত হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত কর্নেল বিপ্লব ত্রিপাঠী আসাম রাইফেলসের ৪৬ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডিং অফিসার ছিলেন। বেহিয়াং থানার অন্তর্গত সিংঘাটের কাছে সায়লসি ও সেকেন গ্রামের মধ্যবর্তী জঙ্গল ঘেরা এলাকায় তার গাড়ি লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। কনভয়ের অন্য গাড়ি থেকে জওয়ানরা পাল্টা গুলি চালালে হামলাকারীরা পালিয়ে যায়।

হামলায় কয়েক জন জওয়ান আহত হয়েছেন। তাদের মধ্যে অন্তত দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরেই মিয়ানমার সীমান্তবর্তী মণিপুরের ওই এলাকায় অভিযানে নেমেছে সেনাবাহিনী ও আসাম রাইফেলস।

মনিপুরের বিচ্ছিন্নতাবাদী দল ‘পিপলস লিবারেশন আর্মি অফ মণিপুর’ (পিএলএএম) এই হামলা চালাতে পারে। তবে মিয়ানমারে ঘাঁটি গেড়ে থাকা নাগা বিচ্ছিন্নতাবাদী দল এনএসসিএনের (খাপলাং)  হাতও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত বছরর মনিপুরের চান্দেল জেলায় আসাম রাইফেলসের কনভয়ে হামলা চালিয়েছিল এই নাগা জঙ্গিগোষ্ঠী। ওই হামলায় তিন জওয়ান নিহত হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com
error: Content is protected !!