স্পোর্টস ডেস্ক : আফ্রিকায় ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্টের কারণে শনিবার আইসিসি নারী ক্রিকেটারদের বিশ্বকাপ বাছাইপর্ব বাতিল করেছে। এতে অবশ্য লাভ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের। তারা মাত্র তিন ম্যাচ খেলে র্যাঙ্কিংয়ে পাঁচে উঠে আসায় সরাসরি ২০২২ ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছে। এতে অবশ্য ভীষণ খুশি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা। তিনি জানিয়েছেন খেলা হলেও তারা তাদের যোগ্যতার প্রমাণ নিয়ে বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারতেন।
নিগার বলেন, ‘কয়েক ঘন্টা আগে আমাদের কাছে যখন খবর এলো। আনন্দে আমরা কান্নাকাটি করেছি। খাওয়া-দাওয়া ভুলে গেছি। আসলে আমরা এটার জন্য অনেক কষ্টে করেছি। আমরা কষ্ট করেইতো পাঁচ নম্বর র্যাঙ্কিংয়ে এসেছি। খেলেতো আসছি। সেই কষ্টের ফল আমরা পেয়েছি। সেটাতো ভাষায় প্রকাশ করার মতো না।’
‘খেলা হলেইতো ভালো হতো। আমরাতো খেলেই এতোদূর এসেছি। আমি দেশ থেকে আসার আগেই বলে এসছিলাম, এবার আমাদের জন্য সবচেয়ে ভালো সুযোগ বিশ্বকাপ খেলার। খেলা হয়নি, হলেও আমরা যেতে পারতাম। এই আত্মবিশ্বাস আমার মধ্যে আছে।’ যোগ করেন তিনি।
নিগার আরও বলেন, ‘আমরা প্রত্যেকেই অসম্ভব খুশি। যে স্বপ্নটা নিয়ে এখানে এসেছিলাম, সেই স্বপ্ন সফল হওয়াত আমরা খুশি। আমরা অপেক্ষায় ছিলাম। শুনতেছিলাম মুভ করে দুবাইতে যেতে পারে বিশ্বকাপ বাছাইপর্ব। কিন্তু যখন খবরটা পেলাম। বুঝতেছিনা আমরা কি করবো। উত্তেজনায় অনেক চিল্লাফাল্লা করেছি।’
বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাদের ফোন করে ধন্যবাদ জানিয়েছেন, ‘আমাদের পাপন স্যার ফোন করেছেন। অভিনন্দন জানিয়েছেন। আমাদের টেকনিক্যাল ডিরেক্টর ছিলেন সুজন স্যার, তিনিও ফোন দিয়েছেন। আমাদের সাথে কথা বলেছেন। চেয়ারম্যান স্যার বার বার ফোন দিচ্ছেন। স্যারতো আমাদের সঙ্গে বরাবরই অ্যাটাচ। কান্নাই করে দিয়েছেন। কোচিং স্টাফরা কান্না করেছে। টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে সবার মধ্যেই অন্য রকম অনুভূতি।’
কাল-পরশুর মধ্যেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের।